বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ২
Published: 22nd, October 2025 GMT
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার চাপাতলি এলাকার শফিকুল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাইফুল (২২) ও বন্দর খানবাড়ী দিঘিরপাড় এলাকার শহিদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত রাব্বি (২৫)।
ধৃতদের বুধবার (২২ অক্টোবর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ###
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
জিগাতলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত দুই কলেজশিক্ষার্থী
রাজধানীর জিগাতলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুই কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থী মো. আলফাছ সানি (১৯) ও কাজী ইশতেয়াক মুনিম (১৮)।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদপুর থানার জিগাতলা নেসক্যাফের ভেতরে ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় কয়েকজন বন্ধু মিলে আলফাছ ও মুনিম আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই কলেজের প্রথম বর্ষের (জুনিয়র) ১০-১৫ জন শিক্ষার্থী অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালায়। এতে দুজন ছুরিকাঘাতে আহত হন।
পরে সহপাঠীরা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, আহত দুজন বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।