অনেকের চোখেই লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের আর কী পাওয়ার আছে, সেই প্রশ্ন আপনি করতেই পারেন। তবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর মনে করেন, তাঁর সামনে এখনো করার মতো অনেক কিছুই বাকি।

ইন্টার মায়ামিতে খেলা এই মহাতারকা বুধবার এক বিজনেস ফোরাম বা ব্যবসায়িক সম্মেলনে বলেন, ফুটবলজীবনে কী কী করেছেন, তা ফিরে দেখার সময় একদিন হবে তাঁর। তবে অবসরের আগে ফুটবলের নিজের অবদান ও অর্জন নিয়ে না ভাবার কথাও বলেছেন মেসি। সেই সময়টা যে ২০২৮ সালের আগে নয়, সেটি তো জানাই। ইন্টার মায়ামির সঙ্গে তাঁর নতুন চুক্তিটা তো ২০২৮ পর্যন্তই।  

এখন আমার খেলা উপভোগ করা এবং খেলে যাওয়ার সময়।লিওনেল মেসি, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক

মায়ামির এই ব্যবসায়িক সম্মেলনে শহরটির মেয়র মেসির হাতে শহরের প্রতীকী চাবি তুলে দেন। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ফুটবলে তিনি কী দিয়ে যাচ্ছেন। স্প্যানিশ ভাষায় মেসির উত্তর, ‘এটা নিয়ে আমি এখনো ভাবিনি বা চিন্তিতও হইনি। একটা সময় তো অবসর নেবই। তখনই ক্যারিয়ারে যা করেছি, পেশাগত জীবনে যা অর্জন করেছি, সেসব আরও বেশি করে উপলব্ধি করতে পারব। কিন্তু এখন আমার খেলা উপভোগ করা এবং খেলে যাওয়ার সময়।’

মায়ামি শহরের চাবি হাতে লিওনেল মেসি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল র সময়

এছাড়াও পড়ুন:

আইপিএল থেকে অবসর নিলেন, বিগ ব্যাশেও আপাতত খেলা হচ্ছে না অশ্বিনের

এখনই শুরু হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের নতুন অধ্যায়। হাঁটুর চোটের কারণে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের এবারের আসরে।

গত আগস্টে আইপিএল ক্যারিয়ারের ইতি টানার সময় বিশ্বের বিভিন্ন লিগে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন এই ভারতীয় স্পিনার। তারও আগে, গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

বিগ ব্যাশে অশ্বিন চুক্তিবদ্ধ হয়েছিলেন সিডনি থান্ডারের সঙ্গে। এই টুর্নামেন্টে খেললে সেটাই হতো দেশের বাইরে তাঁর প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু চোটের কারণে আপাতত সেটি আর হচ্ছে না। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অশ্বিন।

এবারের বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর। তার আগে চেন্নাইয়ে অনুশীলনের সময় হাঁটুর চোট পান অশ্বিন। পরে করাতে হয় অস্ত্রোপচারও। ফলে মাঠে নামা হচ্ছে না তাঁর।

ইনস্টাগ্রামে অশ্বিন লিখেছেন, ‘এই দলের অংশ হয়ে সবার সামনে খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু এখন আমার লক্ষ্য একটাই—পুনর্বাসন, পুরোপুরি সুস্থ হওয়া, আর আগের চেয়েও শক্তভাবে ফিরে আসা। ক্লাবের সঙ্গে প্রথম আলাপ থেকেই কোচ, সতীর্থ ও সমর্থকদের কাছ থেকে যে আন্তরিকতা পেয়েছি, তাতে আমি অভিভূত। একটি বলও না করেই আপনারা আমাকে যে নিজের ঘরের মানুষ ভেবেছেন, তার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুনভালো ব্যাটসম্যানরা কি অন্ধকারেও দেখতে পান০২ নভেম্বর ২০২৫

অশ্বিন আরও লিখেছেন, ‘আমি আমাদের নারী ও পুরুষ দল—দুটিকেই সমর্থন করব। যদি রিহ্যাব ও ভ্রমণের সময়সূচি মিলে যায়, আর চিকিৎসকেরা অনুমতি দেন, তাহলে মৌসুমের শেষে এসে সবার সঙ্গে দেখা করার ইচ্ছা আছে। প্রতিশ্রুতি দিতে পারছি না, তবে সেই ইচ্ছা আমার আছে।’

মাঠে ফিরতে সময় লাগবে হয়তো, কিন্তু অশ্বিনের এই বার্তায় বোঝা যায়—খেলা এখনো তাঁকে ছাড়েনি, তিনি খেলা ছাড়ার মানুষ নন।

আরও পড়ুনআয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর রাজ্জাক২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকাপ জিতলেই কি ইতিহাসের সেরা খেলোয়াড় হয় কেউ—প্রশ্ন রোনালদোর
  • আইপিএল থেকে অবসর নিলেন, বিগ ব্যাশেও আপাতত খেলা হচ্ছে না অশ্বিনের