বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার জন–আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার বিচার কিংবা ফ্যাসিবাদ নির্মূলে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে কাদের গনি চৌধুরী এ কথা বলেন। বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের সুরক্ষা আইন, সাইবার সিকিউরিটি আইন বাতিল ও সাগর-রুনি হত্যার বিচার—এসব দাবির একটিও পূরণ হয়নি। সরকার দৃশ্যমান সংস্কার আনতে ব্যর্থ হয়েছে।

জুলাই সাহসী সাংবাদিক পুরস্কার নিয়ে ক্ষোভ জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, যাঁরা রাজপথে ছিলেন না, তাঁদের পুরস্কৃত করা হচ্ছে। আর প্রকৃত সাংবাদিকদের অবজ্ঞা করা হচ্ছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হলেও চূড়ান্ত বিজয় এখনো আসেনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’ তিনি বলেন, সীমান্ত হত্যা এখনো বন্ধ হয়নি। ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো এখনো প্রচারিত হচ্ছে। এসব প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।

ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম বলেন, তথ্য মন্ত্রণালয় একজন ব্যক্তির পরামর্শে সাংবাদিকদের উপেক্ষা করে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছে। কল্যাণ ট্রাস্ট এখন আত্মীয়স্বজন পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠেছে।

অনুষ্ঠানে ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান বক্তব্য দেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

ব্রাকসু নির্বাচনের জন্য ৬ সদস্যের কমিশন গঠন

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্রাকসু নির্বাচনের জন্য ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

‎মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় সদস্যদের সিদ্ধান্তে এই কমিশন গঠন করা হয়।

‎এতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক।

আরো পড়ুন:

‎বিধি সংশোধনের নামে ব্রাকসু নির্বাচন ঠেকানোর চেষ্টার অভিযোগ

প্রতিষ্ঠার দেড় যুগ পর ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বেরোবি

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

প্রথমবারের মতো ছাত্র সংসদ পেতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এর আগে ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন ও আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। অবশেষে এ বছরের  ২৮ অক্টোবর রাষ্ট্রপতি থেকে ছাত্র সংসদের বিধিমালা অনুমোদিত হয়।

ঢাকা/‎সাজ্জাদ/রাসেল

সম্পর্কিত নিবন্ধ