৬ বলে ৬ ছক্কা মারা সেই ক্রিকেটারের সঙ্গে আছেন সূর্যবংশীও
Published: 4th, November 2025 GMT
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) রাইজিং স্টারস টি–টোয়েন্টি টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। বিসিসিআই ঘোষিত এই ভারত ‘এ’ দলের অধিনায়ক হয়েছেন ভারতের মূল টি–টোয়েন্টি দলের উইকেটকিপার–ব্যাটসম্যান জিতেশ শর্মা। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন আলোচিত এক নাম—মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী।
আইপিএলে আলো ছড়ানো আরও অনেক তরুণ আছেন এই দলে। ওপেনার প্রিয়াংশ আর্য, নেহাল ওয়াধেরা, নমন ধীর, রমণদীপ সিং, আশুতোষ শর্মা—সবাই পরিচিত মুখ। আইপিএলে খেলা অভিষেক পোরেল আর সুয়শ শর্মাও জায়গা পেয়েছেন। দলের সহ–অধিনায়ক করা হয়েছে নমন ধীরকে।
এই টুর্নামেন্টের কারণে অনূর্ধ্ব–১৯ চ্যালেঞ্জার ট্রফিতে খেলছেন না সূর্যবংশী। সাধারণত এ ট্রফিটাকেই আগামী অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ দলের বাছাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ধরেন নির্বাচকেরা। কিন্তু সূর্যবংশীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে—তাঁর জায়গা বিশ্বকাপে প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে।
গত আইপিএলে সেঞ্চুরির পর পাঞ্জাব কিংসের ওপেনার প্রিয়াংশ আর্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইনশৃঙ্খলার দায়িত্ব থেকে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
কোর কমিটির সভায় বলা হয়, সেনাসদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে। বুধবার থেকে তা কার্যকর হবে। তাঁদের বিশ্রাম ও প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদের সরিয়ে নেওয়া হবে। বৈঠকে উপস্থিত সরকারের দুজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যের সরিয়ে নেওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে, তাদের তুলে আনার পর মাঠে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে, সরকার সেটাও দেখতে চায়। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে মাঠে রাখার কারণে নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে। যদিও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠে সেনাবাহিনী মোতায়েন থাকবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছর ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।
আরও পড়ুনজাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত১ ঘণ্টা আগে