শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে আবর্জনামুক্ত হুরাসাগর নদের পাড়
Published: 6th, August 2025 GMT
গোবরের ঘুঁটে, খড়ের গাদা, প্লাস্টিকসহ নানা ধরনের আবর্জনা এবং আগাছায় ঢাকা ছিল পাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদের পাড়। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা বেড়া পৌরসভার বিনোদনকেন্দ্রটি আজ বুধবার আবার স্বাভাবিক রূপে ফিরেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কয়েক ঘণ্টা পোর্ট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন শিক্ষার্থীরা।
বেড়া উপজেলার ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের’ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের এ কাজে সহযোগিতা করেছে বেড়া পৌর কর্তৃপক্ষ।
বেড়া, সাঁথিয়া ও পাশের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শত শত মানুষ প্রতিদিন নদের প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে আসেন। উৎসবের দিনে লোকসমাগম কয়েক হাজার ছাড়ায়। বর্ষাকালে এটি ‘মিনি কক্সবাজার’ নামেও পরিচিত। তবে নোংরা পরিবেশের কারণে ভ্রমণপিপাসুরা নদের পাড়ে বসে বিরক্ত হচ্ছিলেন। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার পরিচ্ছন্নতার দাবি জানালেও পৌর কর্তৃপক্ষের তরফ থেকে এত দিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নতা অভিযানে নামে বেড়া উপজেলার ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সংগঠনটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেহরাব হোসাইন বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে বেড়ার একমাত্র এই বিনোদনকেন্দ্রে নোংরা আবর্জনা দেখে কষ্ট পাচ্ছিলাম। তাই সবাই মিলে এটি পরিষ্কার করার সিদ্ধান্ত নিই। পৌর কর্তৃপক্ষের সহায়তায় আজ অনেকটা অংশ পরিষ্কার করতে পেরেছি।’
শুধু পৌর এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী নন, এ কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আজ সকাল থেকে বেলা একটা পর্যন্ত চলে পরিচ্ছন্নতার এই অভিযান। পৌরসভার পক্ষ থেকে সরবরাহ করা হয় যন্ত্রপাতি, ময়লা বহনকারী গাড়ি ও জনবল। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন বেড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম।
নবম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের ফকির বলেন, ‘এই জায়গায় আমরা প্রায়ই আসি। আগে যেভাবে ময়লা-আবর্জনা থাকত, এখন তার অনেকটাই পরিষ্কার হয়েছে।’ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো.
এলাকার প্রবীণ বাসিন্দা ও কলেজশিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘এত দিন এই জায়গায় নোংরা পরিবেশের কারণে ভালোভাবে বসা যেত না। শিক্ষার্থীরা সেই স্থানটি পরিষ্কার করছে দেখে খুব ভালো লাগছে।’
বেড়া পৌরসভার প্রশাসক ও ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, বেড়ার শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলার একমাত্র বিনোদনকেন্দ্রটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন, এটি সত্যিই আনন্দের ও গর্বের বিষয়। পৌরসভার পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের এই কাজে সব ধরনের সহায়তা করছি।’
প্রসঙ্গত, প্রায় আট বছর আগে স্থানীয় বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে গড়ে তোলে ‘শিক্ষার্থী সহযোগিতা সংগঠন’। এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন শতাধিক শিক্ষার্থী।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রসভ র প পর ষ ক র সহয গ ত উপজ ল র নদ র প স গঠন
এছাড়াও পড়ুন:
এরশাদ উল্লাহর গণসংযোগে নিহতের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ
চট্টগ্রামের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি ও একজন নিহতের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার ওই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
আরো পড়ুন:
রাউজানে হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ
শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে ককটেল হামলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, নিহত সরোয়ার হোসেন বাবলার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান আছে।
চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নিচ্ছি। বিকেলে বিক্ষোভ মিছিল হবে।”
গতকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামি থানার হামজার বাগ খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে কাঁধে পিস্তল ঠেকিয়ে সারোয়ার হোসেন বাবলাকে গুলি করা হয়। এতে তিনি নিহত হন। এছাড়াও প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তিনি শঙ্কামুক্ত।
ঢাকা/রেজাউল/মাসুদ