ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। ‘কবীর সিং’, ‘গুড নিউজ’, ‘শেরশাহ’-এর মতো হিট সিনেমা অভিনয় ক্যারিয়ারে একের পর এক উপহার দিয়েছেন। এসব সিনেমায় তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মন কেড়েছে।  

ব্যক্তিগত জীবনে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বেঁধেছেন কিয়ারা। তাদের সংসার আলো করে এসেছে একটি কন্যা সন্তান। আপাতত মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন এই অভিনেত্রী। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘র‌্যাপিড ফায়ার’ বিভাগে অংশ নিয়ে অজানা কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। এমন দশটি প্রশ্নের উত্তর থেকে চলুন কিয়ারা আদভানিকে জেনে নিই—

এক.

ছোটবেলায় আপনি কী হতে চেয়েছিলেন?
কিয়ারা: আমি সবসময়ই অভিনেত্রী হতে চেয়েছি।

আরো পড়ুন:

চৌত্রিশে থেমে গেল নায়কের জীবন

প্রেম করছেন ধানুশ-ম্রুণাল?

দুই. স্কুল বা কলেজে শিক্ষকরা আপনাকে কী কারণে ডাকতেন?
কিয়ারা: আমি ক্লাস ফাঁকি দিতাম। যার কারণে স্কুলে আমাকে ব্ল্যাক লিস্টে রাখা হয়েছিল। এজন্য আমার মা আমাকে নিয়ে হতাশ ছিলেন। 

তিন. আপনার বাবা-মায়ের একটা অভ্যাস বলুন, যা আপনাকে বিরক্ত করে—
কিয়ারা: আমি যখন কাজ থেকে বাসায় ফিরি, তখন আমার বাবা-মা সবকিছু জানতে চান। যেমন: কে কী বলেছে, কাজ কেমন ছিল, তুমি কী করেছিলে ইত্যাদি। আসলে বাসায় ফেরার পর কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। আমি আমার ঘর ও বিছানা চাই। তাদের কৃতিত্ব স্বীকার করতেই হয়, তারা আমাকে নিজের মতো থাকতে দিতে শিখে গেছেন।

চার. ভাইয়ের সঙ্গে আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি কী?
কিয়ারা: অনেক স্মৃতি আছে। তবে আমি বলব, আমাদের হঠাৎ করে হয়ে যাওয়া রবিবারের লাঞ্চ। তারপর আমরা ক্রস ময়দানে যেতাম, সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতাম। তার সঙ্গে এটাই আমার প্রিয় স্মৃতি এবং কাজ।

পাঁচ. এমন তিনটি খাবারের নাম বলেন, যা আপনি খেতে ভালোবাসেন।
কিয়ারা: চকলেট, সুশি, দোসা।

ছয়. এমন একটি খাবারের নাম বলেন, যা আপনি কখনো খেতে পারেন না।
কিয়ারা: ডিম। ডিমের প্রতি আমার এক ধরনের বিতৃষ্ণা আছে। ডিমের যেকোনো অংশই হোক। সেটা সাদা, হলুদ কুসুম—আমি কোনোটাই খেতে পারি না।

সাত. ভালোবাসাকে এক শব্দে প্রকাশ করুন।
কিয়ারা: সুখ।

আট. যে জিনিসে আপনি ভীষণ ভয় পান।
কিয়ারা: পাখি। আমি পাখি ভীষণ ভয় পাই। সবসময় মনে হয়, ওরা উড়ে এসে আমার মুখে ধাক্কা মারবে।

নয়. এখন পর্যন্ত আপনার প্রিয় সিনেমা কোনটি?
কিয়ারা: ঠিক আছে! আমি আমার নিজের সিনেমাই বেছে নেব—‘কবীর সিং’।

দশ. এমন তিনটি পোশাকের নাম বলুন, যা পরে আপনি সারাজীবন থাকতে পারবেন?
কিয়ারা: পাজামা, অ্যাথলেজার জিম পোশাক, আরামদায়ক ভারতীয় পোশাক।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা/কাওছার/এস

সম্পর্কিত নিবন্ধ