বাবা-মায়ের উপর বিরক্ত, ডিম খান না, পাখিতে ভয় কিয়ারার
Published: 7th, August 2025 GMT
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। ‘কবীর সিং’, ‘গুড নিউজ’, ‘শেরশাহ’-এর মতো হিট সিনেমা অভিনয় ক্যারিয়ারে একের পর এক উপহার দিয়েছেন। এসব সিনেমায় তার দুর্দান্ত অভিনয় দর্শকদের মন কেড়েছে।
ব্যক্তিগত জীবনে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বেঁধেছেন কিয়ারা। তাদের সংসার আলো করে এসেছে একটি কন্যা সন্তান। আপাতত মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন এই অভিনেত্রী। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘র্যাপিড ফায়ার’ বিভাগে অংশ নিয়ে অজানা কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। এমন দশটি প্রশ্নের উত্তর থেকে চলুন কিয়ারা আদভানিকে জেনে নিই—
এক.
কিয়ারা: আমি সবসময়ই অভিনেত্রী হতে চেয়েছি।
আরো পড়ুন:
চৌত্রিশে থেমে গেল নায়কের জীবন
প্রেম করছেন ধানুশ-ম্রুণাল?
দুই. স্কুল বা কলেজে শিক্ষকরা আপনাকে কী কারণে ডাকতেন?
কিয়ারা: আমি ক্লাস ফাঁকি দিতাম। যার কারণে স্কুলে আমাকে ব্ল্যাক লিস্টে রাখা হয়েছিল। এজন্য আমার মা আমাকে নিয়ে হতাশ ছিলেন।
তিন. আপনার বাবা-মায়ের একটা অভ্যাস বলুন, যা আপনাকে বিরক্ত করে—
কিয়ারা: আমি যখন কাজ থেকে বাসায় ফিরি, তখন আমার বাবা-মা সবকিছু জানতে চান। যেমন: কে কী বলেছে, কাজ কেমন ছিল, তুমি কী করেছিলে ইত্যাদি। আসলে বাসায় ফেরার পর কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। আমি আমার ঘর ও বিছানা চাই। তাদের কৃতিত্ব স্বীকার করতেই হয়, তারা আমাকে নিজের মতো থাকতে দিতে শিখে গেছেন।
চার. ভাইয়ের সঙ্গে আপনার সবচেয়ে প্রিয় স্মৃতি কী?
কিয়ারা: অনেক স্মৃতি আছে। তবে আমি বলব, আমাদের হঠাৎ করে হয়ে যাওয়া রবিবারের লাঞ্চ। তারপর আমরা ক্রস ময়দানে যেতাম, সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতাম। তার সঙ্গে এটাই আমার প্রিয় স্মৃতি এবং কাজ।
পাঁচ. এমন তিনটি খাবারের নাম বলেন, যা আপনি খেতে ভালোবাসেন।
কিয়ারা: চকলেট, সুশি, দোসা।
ছয়. এমন একটি খাবারের নাম বলেন, যা আপনি কখনো খেতে পারেন না।
কিয়ারা: ডিম। ডিমের প্রতি আমার এক ধরনের বিতৃষ্ণা আছে। ডিমের যেকোনো অংশই হোক। সেটা সাদা, হলুদ কুসুম—আমি কোনোটাই খেতে পারি না।
সাত. ভালোবাসাকে এক শব্দে প্রকাশ করুন।
কিয়ারা: সুখ।
আট. যে জিনিসে আপনি ভীষণ ভয় পান।
কিয়ারা: পাখি। আমি পাখি ভীষণ ভয় পাই। সবসময় মনে হয়, ওরা উড়ে এসে আমার মুখে ধাক্কা মারবে।
নয়. এখন পর্যন্ত আপনার প্রিয় সিনেমা কোনটি?
কিয়ারা: ঠিক আছে! আমি আমার নিজের সিনেমাই বেছে নেব—‘কবীর সিং’।
দশ. এমন তিনটি পোশাকের নাম বলুন, যা পরে আপনি সারাজীবন থাকতে পারবেন?
কিয়ারা: পাজামা, অ্যাথলেজার জিম পোশাক, আরামদায়ক ভারতীয় পোশাক।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এরশাদ উল্লাহর গণসংযোগে নিহতের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ
চট্টগ্রামের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি ও একজন নিহতের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার ওই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
আরো পড়ুন:
রাউজানে হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ
শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে ককটেল হামলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, নিহত সরোয়ার হোসেন বাবলার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান আছে।
চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নিচ্ছি। বিকেলে বিক্ষোভ মিছিল হবে।”
গতকাল বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামি থানার হামজার বাগ খোন্দকারাবাদ ফতেপুকুর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে কাঁধে পিস্তল ঠেকিয়ে সারোয়ার হোসেন বাবলাকে গুলি করা হয়। এতে তিনি নিহত হন। এছাড়াও প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তিনি শঙ্কামুক্ত।
ঢাকা/রেজাউল/মাসুদ