জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
Published: 7th, August 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, “খেলাধুলা শারীরিক সুস্থতার অন্যতম অংশ। আমরা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে ফেয়ার প্লে, সহযোগিতা, সহমর্মিতা ও প্রতিপক্ষকে সম্মান প্রদর্শনের সংস্কৃতি দেখতে চাই।”
আরো পড়ুন:
ইসরায়েলি বাহিনীর গুলিতে ‘ফিলিস্তিনের পেলে’ নিহত
ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে খেলার উন্নয়নে বর্তমান প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক দু'টি মাঠ খুব দ্রুতই উদ্বোধন করা হবে।”
অনুষ্ঠানে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ১-০ গোলে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে পরাজিত করে। খেলায় নির্ধারিত চল্লিশ মিনিটের প্রথম ৪ মিনিটেই প্রথম গোলের দেখা পায় নগর ও পরিকল্পনা বিভাগ। বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী হাসিবুল ইসলামের সহযোগিতায় গোলটি করেন বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল হালিম।
অপর খেলায় উদ্ভিদবিজ্ঞান বিভাগ ১-০ গোলে মার্কেটিং বিভাগকে পরাজিত করে।
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব শ বব দ য
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার
আড়াইহাজারে মো. কবির হোসেন (৪৯) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. কবির হোসেন আড়াইহাজার উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত আ. করিম ও সাহিদা বেগমের ছেলে।
বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে নরসিংদী, ফরিদপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ডাকাতি ও অন্যান্য অপরাধ সংক্রান্ত মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।