ময়মনসিংহ মেডিকেলের হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ
Published: 13th, August 2025 GMT
ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম শরিফা ইয়াসমিন সৌমা (২১)। তিনি ময়মনসিংহ মেডিকেলের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনার খালিশপুরে। সৌমা তায়েদুর রহমান এবং ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ জানায়, সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করেছে। প্রায় ৪-৫ পৃষ্ঠার দীর্ঘ চিরকুটে তিনি তার মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের নানা কষ্টের কথা লিখে গেছেন।
আরো পড়ুন:
উত্তরবঙ্গের রেলপথ আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ
এবার রেলপথ অবরোধের ঘোষণা রবি শিক্ষার্থীদের
সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌমা দীর্ঘদিন ধরে পড়ালেখা এবং ব্যক্তিগত বিভিন্ন কারণে মানসিক চাপে ভুগছিলেন। তার এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সৌমার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন সৌমার মা-বাবা। তারা পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
ঢাকা/মিলন/মাসুদৎ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোওয়া ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় আশপাশে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় সড়কটি অবরোধ করেন শ্রমিকরা। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগরা এলাকার রোওয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকালে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে সকাল ৯টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আরো পড়ুন:
চা শ্রমিকদের ক্লান্তি দূর করে ‘পাতিচখা’
পিয়াইন নদীতে নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বেতন বকেয়া। বেতন দেওয়া নিয়ে তালবাহানা করছে কর্তৃপক্ষ। শ্রমিকরা আজকের মধ্যে বেতন দাবি করেছেন। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়কে অবস্থান করার কথা জানিয়েছেন তারা।
গাজীপুর শিল্প পুলিশের এসপি আল মামুন শিকদার বলেন, “শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছি। এ ঘটনায় আশপাশের কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ