জোট বেঁধে প্যানেল দিল ছাত্র অধিকার ও মজলিস, নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ
Published: 20th, September 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জোট বেঁধে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস। এই প্যানেলের নাম দেওয়া হয়েছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ। এই প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শাখা আহ্বায়ক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তামজিদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে থাকবেন ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব মাহামুদ।
আজ শনিবার বেলা একটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলার ঝুপড়ির সামনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করা হয়। এ সময় সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, তারা নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কি না, তা নিশ্চিত নয়। সংবাদ সম্মেলনে প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবি করা হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন প্যানেল ঘোষণা করেন। এ সময় প্যানেলের জিএস প্রার্থী ও ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি সাকিব মাহামুদ বলেন, শুরুতে ছাত্র অধিকার ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিল। পরে ক্যাম্পাসের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীসহ সব ধরনের শিক্ষার্থী নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণে প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’।
নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সময় সাকিব মাহামুদ বলেন, ‘নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। বিগত সময়ে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি করা হয়েছে। তবে এখনো প্রক্টর চাকসু কমিটিতে রয়েছেন। যার কারণে এখনো আমাদের দাবি—প্রক্টরসহ প্রক্টরিয়াল বডি পদত্যাগ করবে। যেহেতু তারা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা আশা করছি, শিক্ষার্থীদের দায় নিতে পারবে, এমন প্রক্টরিয়াল বডি আসবে। সব মিলিয়ে আমরা লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচনের বিষয়ে শঙ্কামুক্ত নই।’
এই প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শাখা সদস্যসচিব ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো.                
      
				
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব শ ন ল ইসল ম মজল স
এছাড়াও পড়ুন:
৩০০ আসনেই শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। এক্ষেত্রে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেওয়া হবে। এ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। যারা নতুন নেতৃত্ব ও নতুন বাংলাদেশ চান, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন।”
নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধন ও শাপলা প্রতীক পাওয়া মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই: নাহিদ
আগামী নির্বাচনেই তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ নেই: নাহিদ
নাহিদ বলেন, “এই নিবন্ধন লাভ করতে গিয়ে আমাদের অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। আমরা শাপলা প্রতীক বরাদ্দ চাইলেও কমিশন দেয়নি। তাই তাদের সঙ্গে আমাদের এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি। যারা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অভিনন্দন জানাই।”
এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। সেখানে মানুষ আমাদের স্বতঃস্ফুর্ত সমর্থন দিয়েছে। আশা করি জাতীয় নির্বাচনেও দেশবাসীর বিপুল সমর্থন পাব।”
ঢাকা/রায়হান/সাইফ