বাজে আবহাওয়ায় প্রথম চার ম্যাচের তিনটিই পরিত্যক্ত হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল জাতীয় ক্রিকেট লিগের টি–টোয়েন্টি টুর্নামেন্ট (এনসিএল টি–টোয়েন্টি)। আজ বিসিবি জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর আবার শুরু হবে লিগ। তবে টুর্নামেন্টের বাকি সব ম্যাচ হবে সিলেটে। আগের সূচিতে প্রথম ১২টি ম্যাচ হওয়ার কথা ছিল রাজশাহী ও বগুড়ায়।

আট দলের টুর্নামেন্টে লিগ পদ্ধতির প্রথম পর্বে মোট ম্যাচ ২৮টি। যার অর্থ লিগ পর্বের বাকি ২৪টি ম্যাচই হবে সিলেটের দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও পাশের আউটার গ্রাউন্ডে। এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনাল হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ১২ অক্টোবর।

লিগ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। দুদিন আন্তর্জাতিক স্টেডিয়ামে ও দুদিন আউটার স্টেডিয়ামে, পর্যায়ক্রমে এভাবেই হবে ম্যাচ। আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ১০টায়, দ্বিতীয় ম্যাচ বেলা ২টায়। আউটারে দিনের প্রথম ম্যাচ সকাল সাড়ে ৯টায়, দ্বিতীয় ম্যাচে বেলা দেড়টায় শুরু হবে।

১২ অক্টোবর ফাইনাল শুরু হবে বিকেল পাঁচটায়।

আরও পড়ুনআন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের কোন বোলার ১ ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন৮ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

অধস্তন আদালতের প্রায় এক হাজার বিচারককে পদোন্নতির প্যানেলভুক্তির সিদ্ধান্ত

সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে অধস্তন আদালতের প্রায় এক হাজার বিচারককে পদোন্নতির প্যানেলভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ পদে পদোন্নতির প্যানেলভুক্তির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা। সভাসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ মঙ্গলবার বিকেলে ওই ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে বেলা তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত ওই সভা চলে বলে সভাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

সভাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে ৩৪৫ জনকে পদোন্নতির প্যানেলভুক্ত করার প্রস্তাব আসে। তাঁদের মধ্যে ২৬৫ জনের বিষয়ে প্রস্তাব অনুমোদন হয়েছে। এ ছাড়া যুগ্ম জেলা ও দায়রা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ—এ দুটি পদে সাত শতাধিক বিচারককে পদোন্নতির প্যানেলভুক্ত করার প্রস্তাব অনুমোদন হয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর তৎকালীন বিচারক (জেলা ও দায়রা জজ) মোছা. কামরুন্নাহারের বিষয়টি সভায় আলোচনায় ওঠে বলে সভাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। সভাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রশাসনিক আদেশে তাঁর বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়, রিভিউর পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত স্থগিত হয়েছে। সভায় আলোচনা শেষে প্রশাসনিক দিকটি খতিয়ে দেখার জন্য বিষয়টি জিএ কমিটিতে পাঠানো হয়েছে। জিএ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

আলোচিত রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় ২০২১ সালের ১১ নভেম্বর বিচারক মোছা. কামরুন্নাহার রায় দেন। রায় ঘোষণার সময় তিনি পুলিশকে ঘটনার ৭২ ঘণ্টার পর ধর্ষণের মামলা না নেওয়ার কথা বলেন। এরপর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওই বিচারককে আদালতে না বসার নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে বর্তমান কর্মস্থল থেকে তাঁকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এরপর মোছা. কামরুন্নাহারকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়।

সম্পর্কিত নিবন্ধ