নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদা
Published: 25th, September 2025 GMT
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড.
আরো পড়ুন:
দিনে শিক্ষার্থী, সন্ধ্যায় দোকানী রুবেল
যবিপ্রবির শিক্ষার্থীর আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পরিচয়পত্র পেয়েছি দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে। আর তোমরা ভর্তি হয়েই প্রথম বর্ষের শুরুতেই মানসম্মত পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেলে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই পরিচয়পত্র শুধু পড়াশোনায় মনোযোগী করবেই না, বরং এটি একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ পরিচয় বহন করবে। এবারই প্রথম এত দ্রুত শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র প্রদান সম্ভব হলো, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, টেকনিক্যাল কমিটির সভাপতি ও বিদ্রোহী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ মো. হারুনুর রশিদ এবং শিউলিমালা হলের প্রাধ্যক্ষ ড. হাবিবা সুলতানা।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চলতি শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল গত ১৭ আগস্ট। এর মাত্র একমাস পরেই শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পৌঁছে দেওয়া হলো।
টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের উদ্যোগে প্রাধ্যক্ষ কাউন্সিল ও রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখার সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন করা হয়।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মোট ১ হাজার ১৫০ জন শিক্ষার্থীর জন্য পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু শিক্ষার্থীর হাতে কার্ড প্রদান করা হলেও বাকি শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে তা সংগ্রহ করতে বলা হয়েছে।
ঢাকা/মুজিবুর/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ বর ষ র
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি