যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে রানীর খোশগল্প
Published: 8th, October 2025 GMT
পাশাপাশি চেয়ারে বসা যশরাজ ফিল্মসের সিইও অক্ষয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও অভিনেত্রী রানী মুখার্জি। তিনজনের চোখে-মুখেই উচ্ছ্বাসের ঢেউ। রানীর দিকে মুখ ফিরে কিয়ার স্টারমারের খোশগল্পে মাতার মুহূর্তটি অন্তর্জালে সবার নজর কেড়েছে।
রানী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রানী মুখার্জি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তারপরও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে রানীর খোশগল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন নেটিজেনরা।
আরো পড়ুন:
যুক্তরাজ্যে রাতের বেলায় মসজিদে ঢুকে আগুন দিল দুর্বৃত্তরা
ফিলিস্তিনকে স্বীকৃতি: প্রতিশোধ না নিতে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাজ্য
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) দুই দিনের সফরে ভারতের মুম্বাইয়ে পৌঁছান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মুম্বাইয়ে পৌঁছে যশরাজ স্টুডিও পরিদর্শন করেন এবং অভিনেত্রী রানী মুখার্জি ও যশরাজ ফিল্মসের সিইও অক্ষয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় যশরাজ ফিল্মস স্টুডিও ঘুরে দেখেন স্টারমার, যা মুম্বাইয়ের বিখ্যাত একটি বলিউড স্টুডিও। রানী মুখার্জি তার সঙ্গে স্টুডিও পরিদর্শন করেন। কেবল তাই নয়, সেখানে প্রধানমন্ত্রী স্টারমার, রানী মুখার্জি ও অক্ষয় একটি সিনেমাও দেখেন।
স্টারমার ভারতে সফরে এসেছেন এমন এক সময়ে, যখন লন্ডন ও নয়া দিল্লি কয়েক মাস আগে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে; যা দীর্ঘদিনের আলোচনার পর সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এই চুক্তিকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারত সফরে রয়েছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
উল্লেখ্য, রানী মুখার্জি ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছেন। আদিত্য চোপড়া যশরাজ ফিল্মসের কর্ণধার।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর জ য চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় মেঘনা তেল ডিপোতে চালক ও শ্রমিকদের কর্মবিরতি পালন
ফতুল্লার সরকারি মেঘনা তেল ডিপোতে চালক ও শ্রমিকদের বিক্ষোভ করে কর্ম বিরতি পালন করছে। ফলে সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার সকাল ৯ টার দিকে ডিপোর প্রধান ফটকের সামনে শতাধিক চালক ও শ্রমিক অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন সহকারী কমিশনার (ভূমী) ফতুল্লা সার্কেল মোঃ আসাদুজ্জামান নুর ও ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন। পরে দুপুর ১২ টার দিকে মেঘনা তেল ডিপোর কতৃপক্ষ, মেঘনা ডিপো চালক শ্রমিক ইউনিয়ন ফতুল্লা শাখার নেতৃবৃন্দ ও প্রশাসনের পক্ষ থেকে ত্রি পাক্ষিক আলোচনা করে সমোঝতা হয়। পরে ডিপোর কার্যক্রম স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন,মেঘনা ডিপোতে সদ্য যোগদান করা ডিএস মোঃ জালাল উদ্দিন শ্রমিকদের সাথে খারাপ আচরন সহ জ্বালানী তেল সরবরাহে লিটারে কম দিচ্ছে।পাশাপাশি চালকেরা অভিযোগ করেন, তেল লোড ও আনলোড করার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তারা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে কাজ করেন।
চালক-শ্রমিকদের আনিত অভিযোগ অস্বীকার করে মেঘনা তেল ডিপোর ডি,এস মোঃ জালাল উদ্দিন জানায়,তিনি কারো সাথে খারাপ আচরন করেন নি। সকলের সাথে তার সু সম্পর্ক রয়েছে। জ্বালানী তেল কম দেওয়ার বিষয়ে তিনি বলেন, তিনি দ্ধায়িত্ব নেওয়ার পর থেকে এ কাজটি করতে দেওয়া হচ্ছেনা।
বরং চালক-শ্রমিকরা কিছু ইনভয়েজ করা লিটারের চাইতে কিছু তেল ট্যাংকে রেখে যাওয়ার আপত্তি করে বা রেখে যেতে চায়। পরে জ্বালানী তেল পেট্রোল পাম্পে দিয়ে এসে ট্যাংকে রেখে যাওয়া জ্বালানী তেল নিয়ে যাওয়ার ইচ্ছে পোষন করে। তিনি এর প্রতিবাদ সহ এ কাজ বন্ধ করে দেয়। আর এ কারনে আজ (বুধবার)
ইকবাল চৌধুরী এ রকম আবদার করলে তিনি তা প্রত্যাখান করেন। আর তাতে সে ক্ষিপ্ত হয়ে চালক -শ্রমিকদের ভুল বুজিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেন।
অন্যদিকে, মেঘনা ডিপোর চালক-শ্রমিক ইউনিয়ন সভাপতি বাচ্চু মিয়া জানান, আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সহকারী কমিশনার (ভূমী) ফতুল্লা সার্কেল মোঃ আসাদুজ্জামান নুর জানান, সংবাদ পেয়ে তিনি জেলা প্রশাসনের হয়ে এখানে এসেছেন। উভয় পক্ষের সাথে সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা ফলপ্রসু হয়েছে।