চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায় আগামী এক মাসের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম নগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজের সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন রাখতে এ উদ্যোগ নিয়েছে পুলিশ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকায় যেকোনো ধরনের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন, পথসভা ১১ অক্টোবর থেকে পরবর্তী ৩০ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৩০ ধারায় দেওয়া ক্ষমতাবলে এটি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডেঙ্গু দমনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, নাসিক প্রশাসককে স্মারকলিপি

ডেঙ্গু দমন ও জলাবদ্ধতা নিরসনসহ পাঁচ দফা দাবি জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন-'ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ'। বুধবার (৮ অক্টোবর)  দুপুরে সিটি কর্পোরেশনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। 

সংগঠনটির প্রধান সমন্বয়ক সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নাগরিকদের দাবির প্রেক্ষিতে পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিধনে সময়োপযোগী পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার এবং মাসদাইরসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। আশা করছি দ্রুত এর সমাধানে আন্তরিক হবে কর্পোরেশন। 

স্মারকলিপি গ্রহণ শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে একজন প্রকৌশলীকে পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই সমাধান হবে। 

তিনি আরও বলেন, অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে সিটি কর্পোরেশন আগে থেকেই কাজ করে আসছে। কিছু বিষয় সময়সাপেক্ষ এবং চলমান। তবে নাগরিকদের সব যৌক্তিক দাবির ক্ষেত্রেই সিটি কর্পোরেশন আন্তরিক।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দাবিতে রোববার প্রতীকী ধর্মঘট, সোমবার গণ-অবস্থান
  • চট্টগ্রাম বন্দর এলাকায় সভা-সমাবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা
  • পথসভার সাথে শিক্ষার্থীদের ঘটনার কোন সম্পর্ক নেই : সোহেল
  • শেরপুরে বিদ্যালয়ের মাঠে তাঁত শিল্পপণ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন
  • কিশোরগঞ্জে এক ব্যক্তি চার দিন ধরে নিখোঁজ, পরিবার বলছে অপহরণ
  • ডেঙ্গু দমনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, নাসিক প্রশাসককে স্মারকলিপি
  • ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’