পাকিস্তানের ওপর চটেছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার পাকিস্তানকে আফগান ভূখণ্ডে বিমান হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে এবং ‘পরিণাম’ সম্পর্কে সতর্ক করেছে তালেবান।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের মতে, শুক্রবার আফগান সীমান্তের কাছে তিরাহ এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাথে সংঘর্ষে ১১ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। ইসলামাবাদের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে কাজ করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার রাতে রাজধানী কাবুলে এবং মধ্যরাতে পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশে বিমান হামলার জন্য তালেবান প্রশাসন পাকিস্তানকে দায়ী করেছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে এটি একটি নজিরবিহীন, সহিংস এবং উস্কানিমূলক কাজ। এই কর্মকাণ্ডের পর পরিস্থিতি আরো খারাপ হলে এর দায়ভার পাকিস্তানি সেনাবাহিনীর উপর বর্তাবে।”
তালেবানের মতে, বিমান হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমান হামলায় টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদের ব্যবহৃত একটি গাড়ি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তিনি বেঁচে গেছেন কিনা তা স্পষ্ট নয়।
এদিকে, ইসলামাবাদ জানিয়েছে, কাবুলের প্রতি তাদের ধৈর্য ফুরিয়ে আসছে।
পাকিস্তানি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, “পাকিস্তানের জনগণের জীবন রক্ষার জন্য আমরা যা কিছু প্রয়োজন তা করছি এবং ভবিষ্যতেও করব। আফগানিস্তানের কাছে আমাদের দাবি: আপনাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা উচিত নয়।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন র জন য
এছাড়াও পড়ুন:
রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না, কী হয়েছে বিস্ময় বালক এনদ্রিকের
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় পরের ম্যাচটা খেলবে ১৯ অক্টোবর, হেতাফের বিপক্ষে। ওই ম্যাচেও যদি দলে সুযোগ না পান এনদ্রিকে, তাহলে তাঁর বেকারত্বের সময়কাল বেড়ে দাঁড়াবে ১৫৪ দিনে। মানে প্রায় পাঁচ মাস!
১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সর্বশেষ খেলেছিলেন এই বছর ১৮ মে, সেভিয়ার বিপক্ষে, আগের মৌসুমের শেষ দিকের এক ম্যাচে। তারপর অনেক কিছু বদলে গেছে—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন ক্লাবের ৯ নম্বর জার্সি, তারপর দুবার চোটে পড়েছেন, আবার গ্রীষ্মের দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও ছড়িয়েছে, কিন্তু তিনি কোথাও যাননি।
ওদিকে এ নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক বিরতি যাচ্ছে, যেখানে এনদ্রিক ব্রাজিল দলে নেই। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এই ফরোয়ার্ড। সেই হারের পরই বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র, তাঁর জায়গায় বসানো হয় কার্লো আনচেলত্তিকে। কিন্তু এনদ্রিকের আর ব্রাজিলের হয়ে খেলা হয়নি।
ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক