সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে সমতা আনার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের পরাজয় দলকে ফেলেছে চিন্তায়। ম্যাচে বাংলাদেশের ব্যাটিং আবারও ব্যর্থ, বিশেষ করে শুরুর দিকে উইকেট হারানোর প্রবণতা ফিরে এসেছে পুরোনো রোগের মতো।

তবে হার দিয়ে সিরিজ শুরু করলেও চিন্তার কোন কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ‘’আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’’

দ্বিতীয় ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন অধিনায়ক, ‘’আমি আত্মবিশ্বাসী, পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল করবে।’’

বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথটা বাংলাদেশের জন্য এখন বেশ জটিল। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। অথচ প্রথম মাচেই হার। ২০২৭ সালের মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে ওয়ানডে র‌্যাংকিংয়ের অষ্টম কিংবা নবম অবস্থানের মধ্যে না থাকতে পারলে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারাবে বাংলাদেশ। তখন ১০ দলের বাছাইপর্ব খেলতে হবে। যা গত বিশ্বকাপে পেরোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মতো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই মুহূর্তে আফগানিস্তান ৯১ রেটিং নিয়ে আছে সপ্তমে। ৮৮ রেটিংয়ে আটে অবস্থান ইংল্যান্ডের। ৮০ রেটিংয়ে নয়ে ওয়েস্ট ইন্ডিজ। আর এর পরেই দশম অবস্থানে বাংলাদেশ, রেটিং ৭৭।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। বাংলাদেশের সামনে এখন আর কোনো ভুলের সুযোগ নেই। সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচই জিততে হবে। তাওহীদ হৃদয় সেটাই মনে করিয়ে দিয়েছেন, '’আমরা ভবিষ্যৎ নয়, সামনের ম্যাচে ফোকাস করতে চাই। একটা ম্যাচ ভালো খেলতে পারলে বাকিটিও আমাদের হাতে আসবে।'’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

ঢাকা/ ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন ব শ বক প আম দ র

এছাড়াও পড়ুন:

রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না, কী হয়েছে বিস্ময় বালক এনদ্রিকের

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় পরের ম্যাচটা খেলবে ১৯ অক্টোবর, হেতাফের বিপক্ষে। ওই ম্যাচেও যদি দলে সুযোগ না পান এনদ্রিকে, তাহলে তাঁর বেকারত্বের সময়কাল বেড়ে দাঁড়াবে ১৫৪ দিনে। মানে প্রায় পাঁচ মাস!

১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সর্বশেষ খেলেছিলেন এই বছর ১৮ মে, সেভিয়ার বিপক্ষে, আগের মৌসুমের শেষ দিকের এক ম্যাচে। তারপর অনেক কিছু বদলে গেছে—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন ক্লাবের ৯ নম্বর জার্সি, তারপর দুবার চোটে পড়েছেন, আবার গ্রীষ্মের দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও ছড়িয়েছে, কিন্তু তিনি কোথাও যাননি।

ওদিকে এ নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক বিরতি যাচ্ছে, যেখানে এনদ্রিক ব্রাজিল দলে নেই। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এই ফরোয়ার্ড। সেই হারের পরই বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র, তাঁর জায়গায় বসানো হয় কার্লো আনচেলত্তিকে। কিন্তু এনদ্রিকের আর ব্রাজিলের হয়ে খেলা হয়নি।

ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক

সম্পর্কিত নিবন্ধ