মোস্তাফিজ-রিশাদকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
Published: 11th, October 2025 GMT
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ একাদশে দুইটি পরিবর্তন করা হয়েছে। তাসকিন ও হাসান নেই। মোস্তাফিজ-রিশাদ ফিরেছেন। আফগানিস্তান একাদশে কোন পরিবর্তন আনেনি।
আরো পড়ুন:
শিরোপার যুদ্ধে রংপুর-খুলনা
জয়সওয়ালের সেঞ্চুরি, সুদর্শনের ব্যাটে প্রথম দিনেই ভারতের দাপট
প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের হারে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।আজ হারলেই সিরিজ হাতছাড়া হবে বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং মনপুত হয়নি। বোলিংয়ে খানিকটা লড়াই হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পুঁজি না থাকায় সেই লড়াইও ধোপে টেকেনি।
আফগানিস্তানকে আজ হারাতে হলে বাংলাদেশকে তিন বিভাগে অত্যন্ত ভালো ক্রিকেট খেলতে হবে। ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের স্বাচ্ছন্দের ফরম্যাট। অথচ এখানেই শেষ কয়েকটি সিরিজে ভালো সময় কাটছে না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলে সমালোচনায় আরো বিদ্ধ হবেন ক্রিকেটাররা। তাইতো আজকের ম্যাচটি জয় অতি জরুরি। সেই লড়াই কতটুকু করতে পারে দেখার।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন
এছাড়াও পড়ুন:
রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না, কী হয়েছে বিস্ময় বালক এনদ্রিকের
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় পরের ম্যাচটা খেলবে ১৯ অক্টোবর, হেতাফের বিপক্ষে। ওই ম্যাচেও যদি দলে সুযোগ না পান এনদ্রিকে, তাহলে তাঁর বেকারত্বের সময়কাল বেড়ে দাঁড়াবে ১৫৪ দিনে। মানে প্রায় পাঁচ মাস!
১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সর্বশেষ খেলেছিলেন এই বছর ১৮ মে, সেভিয়ার বিপক্ষে, আগের মৌসুমের শেষ দিকের এক ম্যাচে। তারপর অনেক কিছু বদলে গেছে—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন ক্লাবের ৯ নম্বর জার্সি, তারপর দুবার চোটে পড়েছেন, আবার গ্রীষ্মের দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও ছড়িয়েছে, কিন্তু তিনি কোথাও যাননি।
ওদিকে এ নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক বিরতি যাচ্ছে, যেখানে এনদ্রিক ব্রাজিল দলে নেই। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এই ফরোয়ার্ড। সেই হারের পরই বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র, তাঁর জায়গায় বসানো হয় কার্লো আনচেলত্তিকে। কিন্তু এনদ্রিকের আর ব্রাজিলের হয়ে খেলা হয়নি।
ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক