বিভিন্ন দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন'র মানববন্ধন
Published: 11th, October 2025 GMT
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী'র আয়োজনে শিক্ষকদের বিভিন্ন দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ ও শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ সহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারাদেশের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে পর্যায়ক্রমে।
বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আমাদের এমতাবস্থায় সরকারের কাছে আহবান জানাই, আপনারা সকল শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ শ ক ষকদ র ল ইসল ম
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন”
বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর গ্রীনরোড পানি ভবনে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার,রূপগঞ্জ, সোনারগাঁও,বন্ধর ও সদর উপজেলার নদী ও পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন আমরা নারায়ণগঞ্জের সন্তান সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান উল্লেখিত বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। এ সময় আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার এম মাজহারুল হক কাইজার, সভাপতি মোঃ মোক্তার হেসাইন,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।