আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-কে সামনে রেখে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এই লক্ষেই শনিবার (১১ অক্টোবর) পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হওয়া এই কার্যক্রম ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের মধ্যে জেলা পুলিশের আনুমানিক ১ হাজার ৯০০ জন সদস্যসহ পিবিআই, সিআইডি, নৌ পুলিশ এবং শিল্প পুলিশের সদস্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
 
পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, "আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং নির্বাচন আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।"
 
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, পিপিএম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মো.

ইব্রাহিম হোসেন (প্রসিকিউশন) সহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। এই প্রশিক্ষণ পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নবাগত  জেলা প্রশাসকের সাথে মহানগর এলডিপির নেতৃবৃন্দের সাক্ষাৎ 

নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে না-গঞ্জ মহানগর এলডিপি নেতৃবৃন্দ। বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা, যানজট নিরসন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এলডিপির নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৬ প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ও মহানগর এলডিপির সভাপতি, কামাল প্রধান,  সিনিয়ার সহ-সভাপতি মোক্তার হোসেন,সহ সভাপতি জাহাঙ্গীর খান,সেক্রেটারি শহিদুল্লাহ রিপন, সাংগঠনিক সম্পাদক আলমনগীর হোসেন , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মনির হোসেন প্রমূখ।

সম্পর্কিত নিবন্ধ

  • নবাগত  জেলা প্রশাসকের সাথে মহানগর এলডিপির নেতৃবৃন্দের সাক্ষাৎ 
  • আবারও ইনজুরিতে নেইমার, ফিরতে পারবেন ২০২৬ সালে
  • এইচএসসি পরীক্ষা ২০২৬ ফরম পূরণের সময় জানাল ঢাকা শিক্ষা বোর্ড
  • এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে
  • বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন না রোনালদো, খেলতে পারবেন পর্তুগালের প্রথম ম্যাচ থেকেই
  • সহকারী শিক্ষক নিয়োগে আবেদন সাড়ে ৭ লাখ, প্রতি পদে ৭৩ প্রার্থী, পরীক্ষা কবে
  • কবে বিয়ে করবেন রোনালদো-জর্জিনা, কোথায় হবে অনুষ্ঠান
  • দেখে নিন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি
  • ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৬ সালে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি
  • বিপিএটিসি স্কুলে ২০২৬ সালে বাংলা ও ইংরেজি ভার্সনে ছাত্রছাত্রী ভর্তি