পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু
Published: 11th, October 2025 GMT
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-কে সামনে রেখে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এই লক্ষেই শনিবার (১১ অক্টোবর) পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হওয়া এই কার্যক্রম ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের মধ্যে জেলা পুলিশের আনুমানিক ১ হাজার ৯০০ জন সদস্যসহ পিবিআই, সিআইডি, নৌ পুলিশ এবং শিল্প পুলিশের সদস্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, "আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং নির্বাচন আচরণবিধি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।"
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, পিপিএম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
২২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেল চারটায় ২২নং ওয়ার্ডের বন্দর ঘাটে এই কর্মীসভার আয়োজন করা হয়।
পরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।
মহানগর ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবুদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির শাহেন শাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল খান বাবু, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু প্রমুখ।