ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৬ সালে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি
Published: 25th, November 2025 GMT
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে প্রভাতি শাখা আবাসিক/ অনাবাসিক ও দিবা শাখা অনাবাসিক হিসেবে ছাত্র ভর্তি করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ২৯ নভেম্বর সকাল ৯টা থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা পর্যন্ত।
প্রভাতি শাখায় আবাসিক—
১. তৃতীয় শ্রেণি: বাংলা মাধ্যম—১০০টি, বয়স (জন্মনিবন্ধন সনদ অনুযায়ী)-১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স ৭ হতে ৯ বছর।
২.
# যাচাইপ্রক্রিয়া (লিখিত/লটারির তারিখ ও সময়): ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার,
লিখিত পরীক্ষা শুরু হবে: সকাল ৯টায়, পরীক্ষার সময়: এক ঘণ্টা।
দিবা শাখায় অনাবাসিক—
১. তৃতীয় শ্রেণি: বাংলা মাধ্যম—১০০টি, বয়স (জন্মনিবন্ধন সনদ অনুযায়ী)-১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স ৭ হতে ৯ বছর।
২. তৃতীয় শ্রেণি: ইংরেজি ভার্সন—৫০টি, বয়স (জন্মনিবন্ধন সনদ অনুযায়ী)-১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স ৭ হতে ৯ বছর।
# যাচাইপ্রক্রিয়া (লিখিত/লটারির তারিখ ও সময়):
১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার,
লটারি কার্যক্রম শুরু হবে: বেলা ১১টা ৩০ মিনিটে।
আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ২৪ নভেম্বর ২০২৫প্রভাতি শাখায় আবাসিক—
১. ষষ্ঠ শ্রেণি: বাংলা মাধ্যম—৫০টি, বয়স (জন্মনিবন্ধন সনদ অনুযায়ী)-১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স ১০ হতে ১২ বছর।
প্রভাতি শাখায় আবাসিক/অনাবাসিক—
১. নবম শ্রেণি: বিজ্ঞান (বাংলা মাধ্যম) ৬০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ১০টি, মানবিক (বাংলা মাধ্যম) ৪০টি আসন।
# যাচাইপ্রক্রিয়া (লিখিত/লটারির তারিখ ও সময়):
২০ ডিসেম্বর ২০২৫ শনিবার,
লিখিত পরীক্ষা শুরু হবে: সকাল ১০টায়,
পরীক্ষার সময়: দুই ঘণ্টা।
দিবা শাখায় অনাবাসিক—
১. ষষ্ঠ শ্রেণি: বাংলা মাধ্যম—৫০টি, বয়স (জন্মনিবন্ধন সনদ অনুযায়ী)-১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স ১০ হতে ১২ বছর।
২. নবম শ্রেণি: বিজ্ঞান (বাংলা মাধ্যম) ২০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ১০টি, ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম) ৪০টি, ব্যবসায় শিক্ষা (ইংরেজি মাধ্যম) ৪০টি আসন ।
# যাচাইপ্রক্রিয়া (লিখিত/লটারির তারিখ ও সময়):
২০ ডিসেম্বর ২০২৫ শনিবার,
লিখিত পরীক্ষা শুরু হবে: বেলা ২টায়,
পরীক্ষার সময়: দুই ঘণ্টা।
অনলাইনে আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্তউৎস: Prothomalo
কীওয়ার্ড: ২০২৬ ত র খ নবম শ র ণ অন ব স ক পর ক ষ ৯ বছর
এছাড়াও পড়ুন:
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রামে ভর্তি, পরীক্ষা ৫০ নম্বরে
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পরিচালিত ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ প্রোগ্রামে দেশের ১২টি পিটিআইতে জানুয়ারি-অক্টোবর ২০২৬ সেশনে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ প্রোগ্রামের মেয়াদ ১০ মাস। আগামী বুধবার (২৬ নভেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আজ সোমবার (২৪ নভেম্বর) এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোগ্রামটি অনাবাসিক এবং বৈকালিক ডিপিএড ভবিষ্যতে শিক্ষকতা, শিক্ষাবিষয়ক গবেষণায় অংশগ্রহণ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার জন্য সহায়ক হতে পারে। অর্থাৎ শিক্ষা–সংশ্লিষ্ট ক্যারিয়ার গঠনে অর্জিত ডিপ্লোমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের জন্য আহ্বান জানিয়েছে নেপ।
আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্স: ২০টির বেশি ভাষা শেখার সুযোগ৩ ঘণ্টা আগেকোর্সের বিস্তারিত-কোর্সের মেয়াদ ১০ মাস (দুই সেমিস্টার)
ক্রেডিট ৩৫
পিটিআইভিত্তিক আসনসংখ্যা ঢাকা-৯০, চট্টগ্রাম-১৫০, রাজশাহী-১২০, রংপুর- ১২০, সিলেট-৯০, বরিশাল-১২০, ময়মনসিংহ-১৫০, যশোর-১২০, কুমিল্লা-১২০, জয়দেবপুর-৯০, দিনাজপুর-১২০ ও বগুড়া-১২০।
ভর্তিতে আবেদনের যোগ্যতা-১. আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা অধিভুক্ত কলেজ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
৪. আবেদনের বয়স উন্মুক্ত।
আরও পড়ুনঢাকার সাত কলেজ: বিশ্ববিদ্যালয় শুরুর আগেই তীব্র সেশনজটে শিক্ষার্থীরা ২৩ নভেম্বর ২০২৫আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ-আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিট।
আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট।
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ২৪ ডিসেম্বর, ২০২৫, বেলা ১১টা আবেদনে উল্লিখিত সংশ্লিষ্ট পিটিআই।
ভর্তি পরীক্ষার নম্বর, বিষয় ও পদ্ধতি-পরীক্ষা ৫০ নম্বর, বহুনির্বাচনী (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান), সময় ৫০ মিনিট (মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের ভর্তি করা হবে)।
কোর্স ফি কত-ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে প্রতি সেমিস্টারে ৬০০০ টাকা (ছয় হাজার টাকা) হিসেবে ২ সেমিস্টারে মোট ১২০০০ টাকা (বারো হাজার টাকা) কোর্স ফি হিসেবে ডিপিএড বোর্ড, নেপের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।
ক্লাস শুরু: ১ জানুয়ারি, ২০২৬।
অনলাইনে আবেদনপদ্ধতিঅনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে লিংকে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট লিংকে প্রবেশ করে আবেদন ফরম অপশনে ক্লিক করার পর একটি অনলাইন ফরম আসবে। প্রার্থীকে এই অনলাইন ফরমে চাহিত তথ্যগুলো যথাযথভাবে পূরণ ও ফি জমা দিতে হবে।
আরও পড়ুন দক্ষ শিক্ষক নিয়োগে পিটিআইয়ে চালু হচ্ছে ১০ মাসের ডিপ্লোমা প্রোগ্রাম১৮ নভেম্বর ২০২৫পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কবে-২০ ডিসেম্বর বিকেল ৪টার পর নির্ধারিত লিংক -এ প্রবেশ করলে প্রবেশপত্র ডাউনলোড অপশন দেখা যাবে। এখানে প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ প্রোগ্রাম–সম্পর্কিত বিস্তারিত তথ্য নেপের ওয়েবসাইটে আপলোডকৃত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) নীতিমালা, ২০২৫-এ রয়েছে। উল্লেখ্য, প্রোগ্রামটি সরকারি চাকরির কোনো নিশ্চয়তা দেয় না।