চট্টগ্রামের খুলশী থানার জিইসি কনভেনশন সেন্টারে একটি কনসার্ট চলাকালে জয়বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। পুলিশ লাটিচার্জ ও রাবার বুলেট ছুঁড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।

শনিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন মো. রাজু (৩৩), আল হোসেন কালু (২৫) ও নাজির শরীফ (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শাহীনুর জামান জানান, হোন্ডা কোম্পানি তাদের নতুন মোটরসাইকেলের প্রচারণায় ‘মোটরসাইকেল টেস্ট রাইড অ্যান্ড ফ্রি সার্ভিস ক্যাম্প’ নামে সকাল ১১টা থেকে একটি ফ্রি ইভেন্ট আয়োজন করেছিল। কর্মসূচির শেষাংশে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টার দিকে আর্টসেল ব্যান্ডের পরিবেশনা শুরু হয়।

রাত ৮টার দিকে ভিড় বেড়ে যাওয়ায় পুলিশ আয়োজকদের কনসার্ট শেষ করার নির্দেশ দেয়। তখন কিছু দর্শক ‘জয় বাংলা’ স্লোগান দেন, আর অপর একটি পক্ষ ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার শুরু করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দর্শকদের একটি অংশ পুলিশ ও কনভেনশন সেন্টারের ফটকের দিকে ইট-পাটকেল ছোড়ে। 

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাটিচার্জ ও রাবার বুলেট ব্যবহার। এই ঘটনায় তিনজন আহত হন এবং অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রিয়াল নিচ্ছে না, ব্রাজিল ডাকছে না, কী হয়েছে বিস্ময় বালক এনদ্রিকের

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ লা লিগায় পরের ম্যাচটা খেলবে ১৯ অক্টোবর, হেতাফের বিপক্ষে। ওই ম্যাচেও যদি দলে সুযোগ না পান এনদ্রিকে, তাহলে তাঁর বেকারত্বের সময়কাল বেড়ে দাঁড়াবে ১৫৪ দিনে। মানে প্রায় পাঁচ মাস!

১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সর্বশেষ খেলেছিলেন এই বছর ১৮ মে, সেভিয়ার বিপক্ষে, আগের মৌসুমের শেষ দিকের এক ম্যাচে। তারপর অনেক কিছু বদলে গেছে—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো, এনদ্রিক পেয়েছেন ক্লাবের ৯ নম্বর জার্সি, তারপর দুবার চোটে পড়েছেন, আবার গ্রীষ্মের দলবদলে তাঁর ক্লাব ছাড়ার গুঞ্জনও ছড়িয়েছে, কিন্তু তিনি কোথাও যাননি।

ওদিকে এ নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক বিরতি যাচ্ছে, যেখানে এনদ্রিক ব্রাজিল দলে নেই। মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচেই সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন এই ফরোয়ার্ড। সেই হারের পরই বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র, তাঁর জায়গায় বসানো হয় কার্লো আনচেলত্তিকে। কিন্তু এনদ্রিকের আর ব্রাজিলের হয়ে খেলা হয়নি।

ব্রাজিলের অনুশীলনে এনদ্রিক

সম্পর্কিত নিবন্ধ