চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের তিন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। 

রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ অভিযোগ দেন প্যানেলটির সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রার্থী জিহাদ হোসাইন।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন: ১০ দফা ইশতেহার দিল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম

রাকসুর ভোট গণনায় সর্বোচ্চ ১৫ ঘণ্টা সময় লাগবে: রাবি উপাচার্য

এ সময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১০ অক্টোবর (শুক্রবার) খুলনা বিভাগীয় অ্যাসোসিয়েশনের চড়ুইভাতি অনুষ্ঠানে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী মো.

শাফায়াত হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার লিমন এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী ফয়সাল শ্রান্ত বাবর নির্বাচনী আচরণবিধির ৬(ক) ধারা লঙ্ঘন করেছেন।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মাইক ব্যবহার করে তারা প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালান, যা আচরণবিধির পরিপন্থি।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছাত্রদল প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার লিমন বলেন, “আমি অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে গেছি। কিন্তু মাইক ব্যবহার করে কোনোরকম প্রচারণ চালাইনি।”

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ আমরা পেয়েছি, তা আচরণবিধি পর্যবেক্ষণ কমিটির কাছে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবেন।”

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আচরণব ধ ছ ত রদল

এছাড়াও পড়ুন:

চাকসু: ছাত্রদলের ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের তিন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। 

রবিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ অভিযোগ দেন প্যানেলটির সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রার্থী জিহাদ হোসাইন।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন: ১০ দফা ইশতেহার দিল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম

রাকসুর ভোট গণনায় সর্বোচ্চ ১৫ ঘণ্টা সময় লাগবে: রাবি উপাচার্য

এ সময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১০ অক্টোবর (শুক্রবার) খুলনা বিভাগীয় অ্যাসোসিয়েশনের চড়ুইভাতি অনুষ্ঠানে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার লিমন এবং নির্বাহী সদস্য পদপ্রার্থী ফয়সাল শ্রান্ত বাবর নির্বাচনী আচরণবিধির ৬(ক) ধারা লঙ্ঘন করেছেন।

অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মাইক ব্যবহার করে তারা প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালান, যা আচরণবিধির পরিপন্থি।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছাত্রদল প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার লিমন বলেন, “আমি অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে গেছি। কিন্তু মাইক ব্যবহার করে কোনোরকম প্রচারণ চালাইনি।”

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ আমরা পেয়েছি, তা আচরণবিধি পর্যবেক্ষণ কমিটির কাছে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবেন।”

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ