ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী "মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চলছে।

দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত এ বিশেষ অভিযান ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

আরো পড়ুন:

মেঘনায় নৌ পুলিশের অভিযানে ২৮ জেলে গ্রেপ্তার

ঝালকাঠিতে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৫০৮৫টি অভিযান চালিয়ে ১১৭৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩০১টি মামলা করা হয়েছে।

আইন ভঙ্গের অপরাধে ১০৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ৪২.

৪৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৪২৮.৪৭ লাখ মিটার জাল ও ৫৭.১ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিম খানায় বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নৌকা ও অন্যান্য সরঞ্জাম নিলামে বিক্রয়ের মাধ্যমে ৩১.১২৮ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এর এ সময়কালে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা, নিষিদ্ধ জাল ও ইলিশ জব্দ, জরিমানা এবং আইনি পদক্ষেপ গ্রহণসহ ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

অভিযানে মেহেন্দিগঞ্জ, হিজলা, ভেদরগঞ্জ উপজেলায় একজন সহকারী কমিশনারসহ (ভূমি) মৎস্য অধিদপ্তরের দুই জন কর্মকর্তা, নৌ পুলিশের একজন সাব-ইন্সপেক্টর, তিন জন কনস্টেবলসহ মোট নয় জন সদস্য আহত হন। "ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ পরিচালনা করছে। 

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মৎস য

এছাড়াও পড়ুন:

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের নাম মিলন (৬০)। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকৈল-সাহাপুর এলাকার নওসাদ আলীর ছেলে।

আরো পড়ুন:

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থক তরিকুলকে মারধর করেন বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের লোকজন। এর জেরে মঙ্গলবার বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মিলনসহ ১৫ জন আহত হন।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘‘গত মঙ্গলবার ফতেপুর ইউনিয়নের মারকইল এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মিলন নামের একজন আহত হয়েছিলেন। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।’’

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • শিবিরের বিরুদ্ধে অস্ত্র মজুত ও সংখ্যালঘু শিক্ষার্থীদের হুমকির অভিযোগ আনল ছাত্রদল
  • রাত জাগি না, তবুও দুই চোখের চারদিকের ত্বক শুষ্ক হয়ে আসছে কেন
  • শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু 
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু
  • যে দেশে বিড়ালের সংখ্যা মানুষের চেয়ে বেশি
  • জিদান বললেন এ সময়ে তাঁর পছন্দের তিন ফুটবলারের নাম
  • কাজী মামুনকে ফাঁসানো হয়েছে: যুব সংহতি
  • বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
  • আড়াইহাজারে মেঘনা নদী থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ