টেকনাফে ইয়াবা, অস্ত্র ও নগদ টাকাসহ আটক ২
Published: 17th, October 2025 GMT
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৯ হাজার ২০০ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, সিসি ক্যামেরা ও নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা জব্দ করেছে ২-বিজিবি। এসময় দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টানা আট ঘণ্টা ধরে উপজেলার সাবরাং মন্ডলপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক দুজন হলেন- ফাইজা আক্তার (১৯) ও আইয়ুব আলী (৩৭)।
২-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মন্ডলপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা, সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়। সেসময় এক নারী ও এক পুরুষকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বরে জানান তিনি।
ঢাকা/তারেকুর/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
বিস্তারিত আসছে..
ঢাকা/আসাদ/নঈমুদ্দীন/সাইফ