হামাস সদস্যদের হত্যার হুমকি দিলেন ট্রাম্প
Published: 17th, October 2025 GMT
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেছেন, সতর্ক করে দিয়েছেন যে, হামাস যদি গাজায় সন্ত্রাসী গোষ্ঠী এবং কথিত ইসরায়েলি সহযোগীদের লক্ষ্য করে হামলা চালাতে থাকে তাহলে তিনি তাদের উপর হামলাকে সমর্থন করবেন, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন।
ট্রাম্প বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের ভেতরে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!”
পরে সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় ট্রাম্প সেই হুমকির ব্যাপারে স্পষ্ট করে জানিয়েছেন, মার্কিন বাহিনী গাজায় প্রবেশ করবে না।
ইসরায়েলের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “এটা আমরা হব না। আমাদের করতে হবে না। খুব কাছের, খুব কাছের মানুষ আছে যারা প্রবেশ করবে এবং তারা খুব সহজেই কৌশলটি ব্যবহার করবে, কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতায়।”
এই মন্তব্যের দুদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, গাজায় সন্ত্রাসী গ্যাংগুলো নির্মূল করে হামাস খুব ভালো কাজ করছে।
মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, “তারা খুব খারাপ, খুব খারাপ কয়েকটি গ্যাংকে নির্মূল করেছে। তারা তাদের নির্মূল করেছে এবং তারা বেশ কয়েকজন গ্যাং সদস্যকে হত্যা করেছে। এবং সত্যি বলতে, এটা আমাকে খুব একটা বিরক্ত করেনি। এটা ঠিক আছে।”
গাজায় এই সন্ত্রাসী গ্যাংগুলোর বিরুদ্ধে মানবিক সাহায্য লুটপাট এবং ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। ইসরায়েল এই গ্যাংগুলোকে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে বলে এর আগে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো অভিযোগ করেছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউক্রেন শান্তি আলোচনার ভবিষ্যৎ পথ অস্পষ্ট: ট্রাম্প
ইউক্রেন শান্তি আলোচনার ভবিষ্যৎ পথ অস্পষ্ট বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন দূতদের মধ্যে ‘যথেষ্ট ভালো’ আলোচনার পরেও কোনো অগ্রগতি হয়নি বলে তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকের পর, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার ফ্লোরিডায় শীর্ষ ইউক্রেনীয় আলোচক রুস্তেম উমেরভের সাথে দেখা করার কথা রয়েছে।
বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প জানান, পুতিন একটি চুক্তি করতে চান, কিন্তু “সেই বৈঠক থেকে কী বেরিয়ে আসবে তা আমি আপনাকে বলতে পারছি না কারণ এটি করতে দুইজনের সময় প্রয়োজন।” মার্কিন যুক্তরাষ্ট্র ‘(ইউক্রেনের সাথে) বেশ ভালোভাবে কিছু সমাধান করেছে।’
বুধবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে কিছু মার্কিন প্রস্তাব গ্রহণ করেছেন এবং একটি সমঝোতা খুঁজে বের করার জন্য কাজ চালিয়ে যেতে প্রস্তুত। কিন্তু ‘এখনো সমঝোতা খুঁজে পাওয়া যায়নি।’
উভয় পক্ষই ক্রেমলিনে তাদের আলোচনার সারমর্ম প্রকাশ না করার বিষয়ে একমত হয়েছে। তবে একটি মীমাংসার পথে অন্তত একটি বড় বাধা রয়ে গেছে; রাশিয়ার আংশিকভাবে দখল করা চারটি ইউক্রেনীয় অঞ্চলের ভাগ্য।
একজন রাশিয়ান কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ভূখণ্ডের ইস্যুতে ‘এখনো পর্যন্ত কোনো সমঝোতা খুঁজে পাওয়া যায়নি’, যা ছাড়া ক্রেমলিন ‘সঙ্কটের কোনো সমাধান’ দেখতে পাচ্ছে না।
ঢাকা/শাহেদ