বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করবে : সজল
Published: 18th, October 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার কি কি কার্যক্রমগুলো রয়েছে সেগুলো মহানগর যুবদলের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে তা উপস্থাপন করবেন।
আমাদেরকে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে একটি দফার রয়েছে যুবকদের জন্য। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ১৮ মাসের মধ্যে ১ কোটি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল এগারোটায় শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়মের সমাধি মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে যুব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, ৩১ দফায় নারীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ফ্যামিলি কার্ডেরও ব্যবস্থা করা হবে । প্রথমে ৫০ লক্ষ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। আমাদের যারা মা বোনেরা আছেন ফ্যামিলি প্রধান তারাই এই ফ্যামিলি কার্ডটা পাবেন। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা রয়েছে সেইগুলো মানুষের দ্বার প্রান্তে যুবদলের নেতাকর্মীদেরকে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, আমাদের বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে ১৯ দফার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিবেন এবং তারেক রহমান দীর্ঘদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল য বক ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন র রহম ন ক ষমত য় ব এনপ র ল ইসল ম আম দ র উপস থ
এছাড়াও পড়ুন:
ব্যবসায়ীর কাছে কিশোরগ্যাংয় লিডার রাকিবের চাঁদা দাবির অভিযোগ
নারায়ণগঞ্জ শহরের ডি.আই.টি রেল কলোনী এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একটি কিশোরগ্যাংয়ের লিডার রাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ী মোঃ আকরাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ২০২৫ সোমবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় ডি.আই.টি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আকরাম টুপি হাউজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে আসে রাকিব নামে এক যুবক ও তার সঙ্গে অজ্ঞাতনামা ৪–৫ জন সহযোগী। তারা দোকানে ঢুকে চাকু বের করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাকিব তার পরিহিত জুব্বার কলার ধরে চাকু দিয়ে হত্যার চেষ্টা করে এবং দোকানের ক্যাশবাক্সে থাকা সারাদিনের বিক্রিত ১২,৬০০ টাকা ছিনিয়ে নেয়।
আকরাম জানান, তার চিৎকারে আশপাশের দোকানদার ও মসজিদে নামাজ শেষে বের হওয়া মুসল্লিরা এগিয়ে এলে রাকিব ও তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা তাকে প্রাণনাশের হুমকি দেয়।
ব্যবসায়ী অভিযোগ করেছেন, রাকিব একটি কিশোর গ্যাংয়ের লিডার। এই গ্যাংয়ের সদস্যরা ডিআইটি মসজিদ এলাকা, করিম মার্কেটের পেছন, পুরাতন ও নতুন জিমখানা ও বাবুরাইল এলাকায় প্রায়ই চাকু নিয়ে মহড়া দেয় এবং চাঁদা দাবি করে। কেউ টাকা না দিলে তারা হামলা চালায়।
ঘটনার পর রাকিব তাঁর ফোন থেকে কল করে আকরামকে বলে, তুই যদি আমার চাঁদার টাকা না দিস, তোকে মেরে ফেলব। ফোন কলের রেকর্ড তার কাছে সংরক্ষিত আছে বলেও জানান তিনি।
এই হুমকির ভয়ে তিনি তিন দিন ধরে দোকান খুলতে পারছেন না এবং নিজেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় অভিযোগে উল্লেখ করেছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নাসির হোসেন জানায়, আমরা অভিযোগ পেয়েছি সঠিক তদন্তের মাধম্যে আমরা ব্যবস্থা গ্রহন করবো।
অভিযুক্ত রাকিবের সাথে একাধিকবার যোগাযোগ করতে তাকে ফোন করা হলে তা তিনি রিসিভ করেনি তাই এই বিষয়ে তাঁর কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।