হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ চালুতে পাশে থাকছে লতিফুর ও শাহনাজ রহমান ফাউন্ডেশন
Published: 18th, November 2025 GMT
দেশের প্রথম কোনো সরকারি হাসপাতাল হিসেবে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ চালু করতে যাচ্ছে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। এই বিভাগের জন্য হাসপাতালে ১০টি কার্ডিয়াক অ্যান্ড আইসিইউ মনিটর দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছে ‘লতিফুর ও শাহনাজ রহমান ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ মঙ্গলবার দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খানের কাছে আনুষ্ঠানিকভাবে মনিটরগুলো তুলে দেওয়া হয়। এ সময় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম এ সময় ইমার্জেন্সি মেডিসিন বিভাগ চালুর প্রস্তুতি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই বিভাগ চালুর ফলে সাধারণ মানুষ হাসপাতালে এসে ওয়ান–স্টপ সার্ভিস পাবেন। জরুরি বিভাগ থেকেও সব ধরনের সেবা নিয়ে ফিরতে পারবেন তাঁরা। এমনকি ধাপে ধাপে ইমার্জেন্সি মেডিসিন বিভাগে আইসিইউ বেড রাখার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
হাসপাতালটিতে এই সেবা শুরু করার জন্য অনেক ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে বলে জানান পরিচালক মাজহারুল ইসলাম খান। তিনি তথ্যচিত্রের সাহায্যে দেখান, কীভাবে জরুরি বিভাগের প্রবেশদ্বার থেকে শুরু করে দুই দশক ধরে এক স্থানে জড়ো করে রাখা স্ট্রেচারগুলো পর্যন্ত সরিয়ে জায়গা বের করতে হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ চালুর জন্য। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল তাদের এই বিভাগ চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এখন আনুষ্ঠানিক উদ্বোধন হলেই চালু হবে বিভাগটি।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিন বিভাগের জন্য প্রস্তুত করা শয্যাগুলো দেখাচ্ছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খান। আজ মঙ্গলবার দুপুরে মিটফোর্ড হাসপাতালের সভাকক্ষেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভাইরাল ভিডিও ভুলে নতুন শুরু? রাজের জন্মদিনে সুনেরাহর বার্তা
দুই বছর আগের কথা। এক রাতে চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ পায়। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, রাজের সঙ্গে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের বন্ধুত্বপূর্ণ ও ‘অসংলগ্ন’ কিছু আলাপচারিতা। মজার ছলে আড্ডার সেসব ভিডিও অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সেই ঘটনায় নেটিজেনদের মধ্যে শুরু হয় সমালোচনা। তারপর থেকে চিত্রনায়ক শরীফুল রাজ ও সুনেরাহ বিনতে কামালকে একসঙ্গে দেখা যায়নি। তাঁদের বিশ্বস্ত কেউ কেউ জানিয়েছিলেন ঘটনার শুরুতে তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। তবে দুই বছর আগের সেই অভিমান কি ঘুচল? সেই প্রশ্নই তুলেছেন ভক্তরা। কারণ, আজ রাজের জন্মদিন। বিশেষ এই দিনে ফেসবুকে রাজকে শুভকামনা জানিয়েছেন সুনেরাহ।
শরীফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল। ছবি: ফেসবুক থেকে