পুরো ৫০ ওভার ব‌্যাটিং করার লক্ষ‌্যর কথা আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পরপরই জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাত থেকে ভেনু‌্য ফিরেছে মিরপুর শের-ই-বাংলায়। প্রতিপক্ষ আফগানিস্তান থেকে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বাংলাদেশ পৌঁছাতে পারেনি নিজেদের লক্ষ‌্যে। 

২ বলের জন‌্য পুরো ৫০ ওভার খেলা হয়নি। শনিবার ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের স্কোর থামিয়ে দেয় ৪৯.

৪ ওভারে। পুঁজি কেবল ২০৭! সেই পুঁজি নিয়ে বাংলাদেশ ক‌্যারিবীয়ানদের আটকে দেয় ১৩৩ রানে। জয় পেয়েছে ৭৪ রানে। চার ম‌্যাচ পর ওয়ানডেতে জয় বাংলাদেশকে স্বস্তি দিচ্ছে ঠিকই। কিন্তু আনন্দে ভাসাতে পারছে না। 

একে তো মিরপুরের চেনা উইকেটে স্পিন স্বর্গ বানিয়ে ক‌্যারিবীয়ানদের এলোমেলো করেছে। আর দ্বিতীয় হলো, উইকেট যেমনই হোক। ব‌্যাটিংটা একেবারেই মনঃপুত হয়নি। দুই ওপেনার রান পাননি। পরিস্থিতির দাবি মিটিয়েছেন নাজমুল, তাওহীদ, মাহিদুল। মিরাজ ও সোহান পারেননি নিজেদের মেলে ধরতে। 

জয়ের নায়ক হওয়া রিশাদ বোলিংয়ে ৬ উইকেট নেওয়ার আগে ব‌্যাটিংয়ে দুইশ স্ট্রাইক রেটে ১৩ বলে ২৬ রান করেন ১ চার ও ২ ছক্কায়। তাতে কোনো মতে দলের রান দুইশ ছাড়িয়ে যায়। 

নিজেদের ব‌্যাটিং নিয়ে অধিনায়ক মিরাজ বলেছেন, ‘‘এই বছর, হয়তো আমরা আমাদের শেষ সিরিজ খেলছি; আশা করি, আগামী বছর আরও সিরিজ আসবে। আমাদের ইতিবাচকভাবে খেলতে হবে এবং রান করতে হবে। তারপরও তাদের ক্রেডিট দিতে হবে। শান্ত ও হৃদয়কে এবং অভিষিক্ত ব‌্যাটসম‌্যানকে। বেশ শান্ত থেকে পরিস্থিতি অনুযায়ী খেলেছে। শেষে রিশাদ অসাধারণ খেলেছে।’’

তবে জয় পাওয়ায় খুশি তিনি, ‘‘আমরা শেষ পাঁচটি ম্যাচ খেলেছি কিন্তু জিততে পারিনি, কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আমরা দৃঢ়ভাবে ফিরে আসতে পারব। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ছেলেরা সত্যিই ভালো খেলেছে। আমরা গত চার-পাঁচটি সিরিজে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, কিন্তু খুব বেশি ওয়ানডে খেলেনি।’’

বছরের শেষ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। দ্বিতীয় সিরিজ এর আগে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরেছেন তারা। শেষটায় মুখ রক্ষা হয় কিনা দেখার। 

দুই দলই আজ বিশ্রামে থাকবে। 

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র

এছাড়াও পড়ুন:

ক্ষতবিক্ষত সড়ক, কালভার্টে সাঁকো বানিয়ে চলাচল

ইটের খোয়া ছড়িয়ে-ছিটিয়ে আছে চারদিকে। বিধ্বস্ত সড়কে পিচ ঢালাইয়ের কোনো চিহ্ন নেই। সড়কের বহু স্থান ভেঙে মিশে গেছে পাশের জমির সঙ্গে। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৩০ ফুট দীর্ঘ একটি কালভার্ট। সেখানে বাঁশের সাঁকো বানিয়ে পারাপার করছেন মানুষজন।

চট্টগ্রামের রাউজান উপজেলা সদর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে মদুনা জঙ্গল সড়কের এমন দশা। গত জুলাই মাসের শুরুর দিকে তীব্র বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও হালদা নদীর স্রোতে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই পাকা সড়ক পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। তিন মাস আগেও ওই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ যাতায়াত করতেন। চলত ট্রাক, ব্যক্তিগত গাড়ি, বাস, অটোরিকশা সবই।

সড়কটি চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এবং উড়কিরচর ইউনিয়নকে যুক্ত করেছে। নোয়াপাড়া, উড়কিরচর ও হাটহাজারীর মদুনাঘাটের মানুষজন এই সড়ক ব্যবহার করতেন। সড়কটি বিধ্বস্ত হওয়ার তিন মাস পার হলেও সংস্কার হয়নি। কালভার্টটিও পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ভাঙা সড়ক দিয়ে কোনো রকমে হেঁটে চলাচল করেন গ্রামের শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষজন। তবে কালভার্ট ভাঙা থাকায় ওই পথে গাছ ফেলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। গত শুক্রবার ও গতকাল শনিবার টানা দুদিন স্বেচ্ছাশ্রমে কাজ করে ভাঙা কালভার্টে বাঁশের সাঁকো বানিয়ে পারাপারের উপযোগী করেছেন স্থানীয় গাউসিয়া কমিটির সদস্যরা।

নোয়াপাড়া, উড়কিরচর ও হাটহাজারীর মদুনাঘাটের মানুষজন এই সড়ক ব্যবহার করতেন। সড়কটি বিধ্বস্ত হওয়ার তিন মাস পার হলেও সংস্কার হয়নি। কালভার্টটিও পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

গত রোববার সরেজমিনে দেখা যায়, সড়ক দিয়ে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ গ্রামবাসী যাতায়াত করছেন। অসমান খোয়া ছড়ানো সড়কে হেঁটে চলাচলও কষ্টকর। সড়কে কথা হয় মুহাম্মদ ইব্রাহিম নামের স্থানীয় একজনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ভীষণ কষ্টে আছি। বাঁশের সাঁকো দিয়ে শিশু, নারী ও বয়স্করা চলাচল করতে ভয় পান। রোগীদের হাসপাতালে নেওয়া যাচ্ছে না। একরকম অবরুদ্ধ হয়ে বসবাস করছি আমরা।’

স্বেচ্ছাশ্রমে কালভার্টে বাঁশের সাঁকো বানানোর কাজে অংশ নেন গাউসিয়া কমিটির তানভীর আলম ও মুহাম্মদ জাবেদ। তাঁরা  প্রথম আলোকে বলেন, গাউসিয়া কমিটির ২৫ সদস্য দুই দিন কাজ করে বাঁশের সাঁকো তৈরি করেছেন। দীর্ঘ তিন মাস এই সড়কে চলাচল বন্ধ ছিল। নিরুপায় হয়ে নিজেরাই সাঁকো তৈরির কাজে হাত দেন। তাঁদের কাজে গ্রামের মানুষও বাঁশ, গাছ দিয়ে সহযোগিতা করেছেন।

সড়কের এই দশা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী একাধিকবার বিক্ষোভও করেছেন। গত ৩ অক্টোবর দুপুরে কয়েক শ গ্রামবাসী সড়ক সংস্কার ও ভাঙা কালভার্টে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। তাঁরা বলেছেন, সরকার ১৫ বছরে সড়ক ও সেতুর উন্নয়নে তাঁদের এলাকায় কিছু করেনি।

আমরা ভীষণ কষ্টে আছি। বাঁশের সাঁকো দিয়ে শিশু, নারী ও বয়স্করা চলাচল করতে ভয় পান। রোগীদের হাসপাতালে নেওয়া যাচ্ছে না। একরকম অবরুদ্ধ হয়ে বসবাস করছি আমরা।মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় বাসিন্দা

নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, মদুনা জঙ্গল উপজেলার সবচেয়ে সুবিধাবঞ্চিত এলাকা। এখানকার সড়কটি উড়কিরচর ইউনিয়ন ও নোয়াপাড়া ইউনিয়নকে যুক্ত করেছে। এটি দ্রুত সংস্কার হওয়া জরুরি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সড়কে আরসিসি ঢালাইসহ প্রয়োজনীয় সংস্কারের জন্য বরাদ্দ চেয়েছি। তবে বরাদ্দ পাওয়া যায়নি। তাই মদুনা জঙ্গল সড়কও সংস্কার হয়নি।’

সম্পর্কিত নিবন্ধ