জয়ে মিলেছে স্বস্তি, তবুও মিরাজের চাই রান
Published: 19th, October 2025 GMT
পুরো ৫০ ওভার ব্যাটিং করার লক্ষ্যর কথা আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পরপরই জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাত থেকে ভেনু্য ফিরেছে মিরপুর শের-ই-বাংলায়। প্রতিপক্ষ আফগানিস্তান থেকে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বাংলাদেশ পৌঁছাতে পারেনি নিজেদের লক্ষ্যে।
২ বলের জন্য পুরো ৫০ ওভার খেলা হয়নি। শনিবার ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের স্কোর থামিয়ে দেয় ৪৯.
একে তো মিরপুরের চেনা উইকেটে স্পিন স্বর্গ বানিয়ে ক্যারিবীয়ানদের এলোমেলো করেছে। আর দ্বিতীয় হলো, উইকেট যেমনই হোক। ব্যাটিংটা একেবারেই মনঃপুত হয়নি। দুই ওপেনার রান পাননি। পরিস্থিতির দাবি মিটিয়েছেন নাজমুল, তাওহীদ, মাহিদুল। মিরাজ ও সোহান পারেননি নিজেদের মেলে ধরতে।
জয়ের নায়ক হওয়া রিশাদ বোলিংয়ে ৬ উইকেট নেওয়ার আগে ব্যাটিংয়ে দুইশ স্ট্রাইক রেটে ১৩ বলে ২৬ রান করেন ১ চার ও ২ ছক্কায়। তাতে কোনো মতে দলের রান দুইশ ছাড়িয়ে যায়।
নিজেদের ব্যাটিং নিয়ে অধিনায়ক মিরাজ বলেছেন, ‘‘এই বছর, হয়তো আমরা আমাদের শেষ সিরিজ খেলছি; আশা করি, আগামী বছর আরও সিরিজ আসবে। আমাদের ইতিবাচকভাবে খেলতে হবে এবং রান করতে হবে। তারপরও তাদের ক্রেডিট দিতে হবে। শান্ত ও হৃদয়কে এবং অভিষিক্ত ব্যাটসম্যানকে। বেশ শান্ত থেকে পরিস্থিতি অনুযায়ী খেলেছে। শেষে রিশাদ অসাধারণ খেলেছে।’’
তবে জয় পাওয়ায় খুশি তিনি, ‘‘আমরা শেষ পাঁচটি ম্যাচ খেলেছি কিন্তু জিততে পারিনি, কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আমরা দৃঢ়ভাবে ফিরে আসতে পারব। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ছেলেরা সত্যিই ভালো খেলেছে। আমরা গত চার-পাঁচটি সিরিজে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি, কিন্তু খুব বেশি ওয়ানডে খেলেনি।’’
বছরের শেষ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। দ্বিতীয় সিরিজ এর আগে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরেছেন তারা। শেষটায় মুখ রক্ষা হয় কিনা দেখার।
দুই দলই আজ বিশ্রামে থাকবে।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউক্রেন শান্তি আলোচনার ভবিষ্যৎ পথ অস্পষ্ট: ট্রাম্প
ইউক্রেন শান্তি আলোচনার ভবিষ্যৎ পথ অস্পষ্ট বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন দূতদের মধ্যে ‘যথেষ্ট ভালো’ আলোচনার পরেও কোনো অগ্রগতি হয়নি বলে তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকের পর, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার ফ্লোরিডায় শীর্ষ ইউক্রেনীয় আলোচক রুস্তেম উমেরভের সাথে দেখা করার কথা রয়েছে।
বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প জানান, পুতিন একটি চুক্তি করতে চান, কিন্তু “সেই বৈঠক থেকে কী বেরিয়ে আসবে তা আমি আপনাকে বলতে পারছি না কারণ এটি করতে দুইজনের সময় প্রয়োজন।” মার্কিন যুক্তরাষ্ট্র ‘(ইউক্রেনের সাথে) বেশ ভালোভাবে কিছু সমাধান করেছে।’
বুধবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে কিছু মার্কিন প্রস্তাব গ্রহণ করেছেন এবং একটি সমঝোতা খুঁজে বের করার জন্য কাজ চালিয়ে যেতে প্রস্তুত। কিন্তু ‘এখনো সমঝোতা খুঁজে পাওয়া যায়নি।’
উভয় পক্ষই ক্রেমলিনে তাদের আলোচনার সারমর্ম প্রকাশ না করার বিষয়ে একমত হয়েছে। তবে একটি মীমাংসার পথে অন্তত একটি বড় বাধা রয়ে গেছে; রাশিয়ার আংশিকভাবে দখল করা চারটি ইউক্রেনীয় অঞ্চলের ভাগ্য।
একজন রাশিয়ান কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ভূখণ্ডের ইস্যুতে ‘এখনো পর্যন্ত কোনো সমঝোতা খুঁজে পাওয়া যায়নি’, যা ছাড়া ক্রেমলিন ‘সঙ্কটের কোনো সমাধান’ দেখতে পাচ্ছে না।
ঢাকা/শাহেদ