রাজউক উত্তরা মডেল কলেজে ২০২৬ সালে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, আসন ৮৯১
Published: 20th, November 2025 GMT
রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে মাউশির নির্দেশনায় ষষ্ঠ ও নবম শ্রেণিতে ছাত্রছাত্রী ভতি৴ করা হবে। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন, প্রভাতি ও দিবা শিফটে ভতি৴ করা হবে। ষষ্ঠ ও নবম শ্রেণিতে মোট আসনসংখ্যা ৮৯১।
মাউশির নির্দেশনায় যে শ্রেণিতে ভর্তি করা হবে—
১. ষষ্ঠ শ্রেণি: বাংলা মাধ্যম, প্রভাতি শিফট। আসনসংখ্যা—১৫১।
২.
৩. ষষ্ঠ শ্রেণি: বাংলা মাধ্যম, দিবা শিফট। আসনসংখ্যা—১৫৫।
৪. ষষ্ঠ শ্রেণি: ইংরেজি ভার্সন, দিবা শিফট। আসনসংখ্যা—১৬২।
৫. নবম শ্রেণি—বিজ্ঞান: বাংলা মাধ্যম, প্রভাতি শিফট। আসনসংখ্যা—৭১।
৬. নবম শ্রেণি—বিজ্ঞান: ইংরেজি ভার্সন, প্রভাতি শিফট। আসনসংখ্যা—৬১।
৭. নবম শ্রেণি—বিজ্ঞান: বাংলা মাধ্যম, দিবা শিফট। আসনসংখ্যা—৭৬।
৮. নবম শ্রেণি—বিজ্ঞান: ইংরেজি ভার্সন, দিবা শিফট। আসনসংখ্যা—৫২।
আরও পড়ুনএলোমেলো শিক্ষা খাত, বাড়ছে সংকট৬ ঘণ্টা আগেঅনলাইনে আবেদনের তারিখ—
অনলাইনে আবেদনের তারিখ: ২১ নভেম্বর ২০২৫, বেলা ১১টায় শুরু হয়ে ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
অনলাইনে আবেদন ফরম পূরণ—
ফরম পূরণ করতে হবে: মাউশির নির্ধারিত https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ এবং সাবমিট করতে হবে।
ষষ্ঠ শ্রেণির জন্য আবেদনের যোগ্যতা—
১. ২০২৫ সালে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনলাইন ভেরিফায়েড জন্মসনদ অনুয়ায়ী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে হতে হবে।
২. পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ন্যূনতম গড় নম্বর ৭৮ শতাংশ এবং বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে আলাদাভাবে ৮০ শতাংশ নম্বর থাকতে হবে।
৩. ভর্তি পরীক্ষার সময় অবশ্যই বার্ষিক পরীক্ষার মার্কশিট এবং টেবুলেশনশিট সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
আরও পড়ুনপড়ালেখা শেষে অস্ট্রেলিয়ায় ওয়ার্ক ভিসা পেতে করণীয় কী১৯ নভেম্বর ২০২৫অনলাইনে আবেদনের তারিখ: ২১ নভেম্বর ২০২৫, বেলা ১১টায় শুরু হয়ে ৫ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্তউৎস: Prothomalo
কীওয়ার্ড: নবম শ র ণ আসনস খ য পর ক ষ ভ র সন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৫)
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন আজ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ড্র আজ সন্ধ্যায়। রাতে পাকিস্তানে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
মিরপুর টেস্ট-২য় দিনবাংলাদেশ-আয়ারল্যান্ড
সকাল ৯-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
প্লে-অফ ড্র
সন্ধ্যা ৫-৫০ মি., ফিফা প্লাস
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস ও এ স্পোর্টস
গ্ল্যাডিয়েটরস-চ্যাম্পস
বিকেল ৫-৩০ মি. , টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস
বুলস-রাইডার্স
সন্ধ্যা ৭-৪৫ মি. , টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১
টাইটানস-স্ট্যালিয়নস
রাত ১০টা, টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১