রাজশাহী রেলওয়ে হাসপাতালের চিকিৎসাসেবা উন্মুক্ত ঘোষণা
Published: 25th, October 2025 GMT
চিকিৎসাসেবায় রাজশাহীবাসীর জন্য এল আরো একটি সুখবর। এখন থেকে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে সাধারণ মানুষ ১০ টাকা টিকেটে নিতে পারবেন চিকিৎসাসেবা।
শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দুপুরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ উন্মুক্তকরণের উদ্বোধন করেন রেলপথ সচিব মো.
আরো পড়ুন:
ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়: প্রধান বিচারপতি
রাবিতে বিচারপতিদের মিলনমেলা
উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফকালে রেলপথ সচিব জানান, সারাদেশে রেলের ১০টি হাসপাতাল আছে। তার একটি রাজশাহীর ২০ শয্যার এই হাসপাতাল। এটি এখন রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
তিনি জানান, এখানে ইতোমধ্যে চারজন চিকিৎসক, একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছে। ২০ শয্যার এই হাসপাতালকে আমাদের ৩১ শয্যা করার পরিকল্পনা আছে। সরকারি হাসপাতালের যে নিয়মকানুন আছে, সে অনুযায়ী এই হাসপাতাল পরিচালিত হবে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, “রেলের কাজ হলো পরিবহন করা, আর আমাদের দায়িত্ব ১৭ কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া। সে ক্ষেত্রে রেলের যারা কর্মকর্তা-কর্মচারী তারাও আমাদের সেবার আওতায়।”
তিনি বলেন, “হাসপাতালটি পরিদর্শন করে আমরা কিছু দুর্বলতা দেখেছি। আমরা যে মানের প্যাথলজি চেয়েছিলাম, সেটা এখানে নেই। কক্ষ বাড়াতে হবে, অবকাঠামোগত আরো অনেক কাজ করতে হবে। এখানে অপারেশন থিয়েটারসহ সব চিকিৎসা সুবিধা আমরা দিতে চাই। ২৪ ঘণ্টা ইনডোর সেবা দেওয়া হবে। এর ফলে রাজশাহীবাসীর চিকিৎসাসেবা পাওয়া অনেকটাই সহজ হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক অফিয়া আখতারসহ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/কেয়া/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর চ ল র লওয়
এছাড়াও পড়ুন:
বিল্ড এক্সপোতে SWISH-এর অংশ গ্রহণ
বিল্ড এক্সপোতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে SWISH IAB। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্যাভিলিয়নটি উদ্বোধন করেন SWISH GLOBAL-এর সিইও ইসমাইল হোসেন।
প্যাভিলিয়নে SWISH-এর অত্যাধুনিক চীনামাটির বাসন টাইলস, স্নানের জিনিসপত্র এবং রান্নাঘরের জিনিসপত্রের চিত্তাকর্ষক সংগ্রহ প্রদর্শন করা হয়।
বাজারে আমদানি করা টাইলস পরিমাপের জন্য ব্যবহৃত সাধারণ পদ্ধতির সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং গ্রাহকের সুবিধা নিশ্চিত করতে SWISH-এর সিইও বিষয়টি স্পষ্ট এবং কার্যকরভাবে তুলে ধরেন।
তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “SWISH গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত চলবে এক্সপো।
ঢাকা/এস