থাইল্যান্ডে হারের পর বাটলার বললেন, ‘সমাধান জানা আছে’
Published: 27th, October 2025 GMT
৫-১ গোলের হার, এটাকে স্রেফ একটা হার হিসেবে ধরলে বাংলাদেশের মেয়েদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। তবে আজ থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে এই ব্যবধানে হারের পর হাসিমুখেই মাঠ ছেড়েছেন রুপনা চাকমা-মনিকা চাকমারা।
ম্যাচের পর বাংলাদেশ কোচ পিটার বাটলারও তাঁদের প্রশংসা করেছেন। জানিয়েছেন এই হারের পরও তিনি সন্তুষ্ট, ‘মেয়েদের নিয়ে আমি গর্বিত। তারা হাল ছাড়েনি। তাদের খেলার কিছু দিক নিয়ে আমি সন্তুষ্ট। কিছু অংশ নিয়ে কাজ করতে হবে।’
গত জুনে মিয়ানমারে এশিয়ান বাছাইয়ে একের পর এক জয় পাওয়া দলটা সর্বশেষ চার দিনের মধ্যে দুবার হেরেছে থাইল্যান্ডের কাছে। গত শুক্রবার ৩-০ গোলে হারার পর কালকের ব্যবধানটা আরও বড়।
জুনে যে বাংলাদেশ দলকে দেখা গিয়েছিল, অক্টোবরে এসে সেই দলটাই যেন অচেনা হয়ে গেল। ফলাফল দেখে এমনও মনে হতে পারে অনেকের। তবে এটা যে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের পার্থক্যের বাস্তব প্রতিফলন, বাটলার সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘এটা মানতে হবে যে আমরা তাদের স্তরে নেই। আমরা এমন একটি দলের সঙ্গে খেলেছি, যারা খুবই ভালো ও শক্তিশালী। তাদের কিছু চমৎকার খেলোয়াড় আছে, যাদের শারীরিক সামর্থ্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শক্তিমত্তা ও ফিটনেসের দিক থেকে তারা আমাদের মেয়েদের চেয়ে এগিয়ে।’
দুই ম্যাচে হারলেও মেয়েদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ বাটলার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ র র পর
এছাড়াও পড়ুন:
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাহসী ভূমিকার স্বীকৃতি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা
ফ্যাসিবাদী শাসন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস–২০২৫ উপলক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ফ্যাসিবাদী দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘনে রাষ্ট্রের দায়’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে খাদিজাতুল কুবরাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
২০২০ সালের অক্টোবরে এক ফেসবুক ওয়েবিনারে অতিথির বক্তব্যের পরিপ্রেক্ষিতে খাদিজাতুল কুবরা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করে পুলিশ। পুলিশ অভিযোগপত্র দাখিলের পর রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় দায়ের করা এই মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট খাদিজাকে গ্রেপ্তার করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১৪ মাস কারাগারে থাকার পর ২০২৩ সালের ২০ নভেম্বর মুক্তি পান।
এ বিষয়ে খাদিজাতুল কুবরা প্রথম আলোকে বলেন, ‘আমি এখন কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে পারব এই ভেবে যে আমি হারিয়ে যাইনি। আপনারা আমাকে মনে রেখেছেন ও প্রতিশ্রুতি দিয়েছেন, আমার পাশে আপনারা সব সময় থাকবেন এবং সাহায্য করে যাবেন। সব সময় বলে এসেছি এবং এখনো বলি, আমি ও আমরা চেষ্টা করব যাতে আমার মতো কারও মানবাধিকার ক্ষুণ্ন না হয়, কেউ যাতে কোনো নির্যাতনের শিকার না হয়, দেশে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। সবকিছুর উন্নয়নে কাজ করে যাব আমরা।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রইছ্ উদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররাফ হোসেন।