৫-১ গোলের হার, এটাকে স্রেফ একটা হার হিসেবে ধরলে বাংলাদেশের মেয়েদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। তবে আজ থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে এই ব্যবধানে হারের পর হাসিমুখেই মাঠ ছেড়েছেন রুপনা চাকমা-মনিকা চাকমারা।

ম্যাচের পর বাংলাদেশ কোচ পিটার বাটলারও তাঁদের প্রশংসা করেছেন। জানিয়েছেন এই হারের পরও তিনি সন্তুষ্ট, ‘মেয়েদের নিয়ে আমি গর্বিত। তারা হাল ছাড়েনি। তাদের খেলার কিছু দিক নিয়ে আমি সন্তুষ্ট। কিছু অংশ নিয়ে কাজ করতে হবে।’

গত জুনে মিয়ানমারে এশিয়ান বাছাইয়ে একের পর এক জয় পাওয়া দলটা সর্বশেষ চার দিনের মধ্যে দুবার হেরেছে থাইল্যান্ডের কাছে। গত শুক্রবার ৩-০ গোলে হারার পর কালকের ব্যবধানটা আরও বড়।

জুনে যে বাংলাদেশ দলকে দেখা গিয়েছিল, অক্টোবরে এসে সেই দলটাই যেন অচেনা হয়ে গেল। ফলাফল দেখে এমনও মনে হতে পারে অনেকের। তবে এটা যে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের পার্থক্যের বাস্তব প্রতিফলন, বাটলার সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘এটা মানতে হবে যে আমরা তাদের স্তরে নেই। আমরা এমন একটি দলের সঙ্গে খেলেছি, যারা খুবই ভালো ও শক্তিশালী। তাদের কিছু চমৎকার খেলোয়াড় আছে, যাদের শারীরিক সামর্থ্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম। শক্তিমত্তা ও ফিটনেসের দিক থেকে তারা আমাদের মেয়েদের চেয়ে এগিয়ে।’

দুই ম্যাচে হারলেও মেয়েদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ বাটলার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ র র পর

এছাড়াও পড়ুন:

বিল্ড এক্সপোতে SWISH-এর অংশ গ্রহণ

বিল্ড এক্সপোতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে SWISH IAB। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্যাভিলিয়নটি উদ্বোধন করেন SWISH GLOBAL-এর সিইও ইসমাইল হোসেন।

প্যাভিলিয়নে SWISH-এর অত্যাধুনিক চীনামাটির বাসন টাইলস, স্নানের জিনিসপত্র এবং রান্নাঘরের জিনিসপত্রের চিত্তাকর্ষক সংগ্রহ প্রদর্শন করা হয়।

বাজারে আমদানি করা টাইলস পরিমাপের জন্য ব্যবহৃত সাধারণ পদ্ধতির সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং গ্রাহকের সুবিধা নিশ্চিত করতে SWISH-এর সিইও বিষয়টি স্পষ্ট এবং কার্যকরভাবে তুলে ধরেন। 

তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “SWISH গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত চলবে এক্সপো।

ঢাকা/এস

সম্পর্কিত নিবন্ধ