বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক জন্মভূমি দিয়ে আলোচনায় আসেন সোহেল আরমান। ১৯৯৪ সালে প্রচারিত নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন। এরপর বিটিভির নিজস্ব প্রযোজনায় কয়েকটি নাটক পরিচালনা ও অভিনয় করেন। সর্বশেষ ২০০২ সালে তাঁকে নাটকে দেখা গেছে। দুই দশক পর বিটিভির নিজস্ব প্রযোজনায় ফিরলেন সোহেল আরমান। গত রোববার থেকে প্রচার শুরু হয়েছে তাঁর পরিচালিত ও অভিনীত ধারাবাহিক ‘জল জোছনা’। জানা গেছে, সপ্তাহে তিন দিন নাটকটি প্রচারিত হবে।
বিরতির পর গত ঈদুল ফিতরে বিটিভির জন্য নির্মাণ করেন টেলিছবি ‘জলপরী’। এবার নির্মাণ করলেন ধারাবাহিক নাটক। সোহেল আরমান জানালেন, প্রাথমিকভাবে ৫২ পর্বে এই নাটকের নির্মাণ শেষ হবে। এরই মধ্যে ঢাকার নবাবগঞ্জে ২৫ পর্বের শুটিং শেষ হয়েছে। নতুন এই ধারাবাহিক নিয়ে সোহেল আরমান বলেন, এটি পারিবারিক গল্পের ভালোবাসার অন্তর্দ্বন্দ্বের নাটক। গল্পে দেখা যাবে, একটি মানুষের দুটি অধ্যায়। একটি অতীত, অন্যটি বর্তমান। এক দুর্ঘটনায় সে তার অতীতের সবকিছু ভুলে যায়। এই সংকটের ওপর ভর করে এগিয়ে যায় নাটকের গল্প।
আরও পড়ুনশুরু হচ্ছে ‘সংবাদ’১৯ মে ২০২৪সোহেল আরমান বলেন, ‘দীর্ঘদিন পর বিটিভির নাটক নির্মাণ করতে গিয়ে ভীষণ আবেগময় মুহূর্তের মুখোমুখি হয়েছি। বিটিভির যাঁরা পুরোনো কর্মকর্তা–কর্মচারী আছেন, যাঁরা আমার আব্বাকে (আমজাদ হোসেন) ভীষণ সম্মান করতেন, আমাকেও অনেক স্নেহ করতেন, তাঁরাই আমাকে বারবার অভিনয় করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। তাঁদের কথা শুনে চোখে পানি চলে এসেছিল। আমি তাঁদের কথা দিয়েছিলাম, অভিনয় করব। অবশেষে ফিরছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যখন ক্যামেরার সামনে অভিনয় করছিলাম, তখন পুরো ইউনিটে ছিল পিনপতন নীরবতা। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।’
‘জল জোছনা’ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, শানারেই দেবী শানু, রিফাত জাহান প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স হ ল আরম ন
এছাড়াও পড়ুন:
বিল্ড এক্সপোতে SWISH-এর অংশ গ্রহণ
বিল্ড এক্সপোতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে SWISH IAB। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্যাভিলিয়নটি উদ্বোধন করেন SWISH GLOBAL-এর সিইও ইসমাইল হোসেন।
প্যাভিলিয়নে SWISH-এর অত্যাধুনিক চীনামাটির বাসন টাইলস, স্নানের জিনিসপত্র এবং রান্নাঘরের জিনিসপত্রের চিত্তাকর্ষক সংগ্রহ প্রদর্শন করা হয়।
বাজারে আমদানি করা টাইলস পরিমাপের জন্য ব্যবহৃত সাধারণ পদ্ধতির সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং গ্রাহকের সুবিধা নিশ্চিত করতে SWISH-এর সিইও বিষয়টি স্পষ্ট এবং কার্যকরভাবে তুলে ধরেন।
তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “SWISH গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত চলবে এক্সপো।
ঢাকা/এস