বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান (২১) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মরহুম বাবলু ব্যাপারীর ছেলে শাহাবুল হাসান (২৩)। আহতের নাম উৎসব চক্রবর্তী (২০)।

আরো পড়ুন:

খুঁটিতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 

অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। অতিরিক্ত গতি থাকায় ফুলবাড়ী বাজার এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় মোটরসাইকেল একটি দোকানের দেয়ালে ধাক্কা দেয়। দোকানের দেয়াল ও শাটার ভেঙে আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মেহেদী ও শাহাবুল হাসান মারা যান।

আহত উৎসব চক্রবর্তী জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে। তারা তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় শাহাবুল হাসান ও মেহেদী হাসান গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহাবুল।”

ঢাকা/এনাম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত দ র ঘটন

এছাড়াও পড়ুন:

গান-গল্প-আড্ডায় কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন

এইচএসসি পরীক্ষার পর ফলাফল নিয়ে উৎকণ্ঠায় ছিলেন সানজিদা আফরোজ (অর্পা)। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সানজিদা বলেন, ‘পড়াশোনার ব্যস্ততায় বন্ধুদের সঙ্গে ঠিকমতো দেখা বা কথাও হচ্ছিল না। একটা ভালো গেট-টুগেদারের সুযোগ পেলাম। শুধু আড্ডা নয়, সবার প্রস্তুতি ও ভবিষ্যৎ ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে। বেশ ভালো লাগছে।’

শনিবার খুলনায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫-এ যোগ দিয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন খুলনার মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী সানজিদা আফরোজ। খুলনা জিলা স্কুল মাঠে আয়োজিত এ উৎসবে নিবন্ধন করেন প্রায় দুই হাজার শিক্ষার্থী।

‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ প্রতিপাদ্যে সারা দেশের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে এবারই প্রথম এমন উৎসবের আয়োজন করেছে প্রথম আলো। চট্টগ্রাম, রংপুর ও ঢাকার পর আজ খুলনায় হলো চতুর্থ আয়োজন। অন্য চারটি বিভাগীয় শহরেও সংবর্ধনা দেওয়া হবে। উৎসবের পৃষ্ঠপোষক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

খুলনায় কৃতী শিক্ষার্থী উৎসবে মেতে ওঠেন (বাঁ থেকে) আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন, অভিনেত্রী কেয়া পায়েল ও লেখক সাদাত হোসাইন। শনিবার খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে

সম্পর্কিত নিবন্ধ

  • খাসিয়াদের উৎসব ‘সেং কুটস্নেম’
  • বগুড়ার শেরপুরে মোটরসাইকেলে যাচ্ছিলেন ৩ বন্ধু, দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
  • ১০ জানুয়ারি থেকে ঢাকা চলচ্চিত্র উৎসব
  • সিনেমা মুক্তির আগেই অন্তরঙ্গ দৃশ্য ফাঁস
  • গান-গল্প-আড্ডায় কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন
  • আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল উৎসব এবার রাজশাহীতে
  • ওয়েস্টিনে ‘টেস্ট অব অ্যারাবিয়া’ উৎসব শুরু
  • শেরপুরে হাজং জনগোষ্ঠীর ‘নয়া খাওয়া’ নবান্ন উৎসব উদ্‌যাপন
  • খুলনায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব