পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক বদল যেন নিত্যদিনের ঘটনা। দলের ব্যবস্থাপনায়ও আসে ঘন ঘন পরিবর্তন। এ নিয়েই সরব হয়েছিলেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি দায় চাপিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির ওপর। লতিফের এসব মন্তব্যের পর পিসিবি অভিযোগ করে বসে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে (এনসিসিআইএ)।

প্রথমে উচ্চ আদালতের দ্বারস্থ হলেও শেষ পর্যন্ত অবস্থান বদলেছেন লতিফ। ৫৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার তাঁর মন্তব্যগুলো ‘নিঃশর্তভাবে’ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন। ওয়ানডে অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়ার পেছনে ফিলিস্তিন সমর্থনের বিষয়টি জড়িত—এমন দাবি যে ভিত্তিহীন ছিল, সেটিও স্বীকার করেছেন তিনি।

আরও পড়ুন‘তাঁরা যে ক্ষতি করে গেছেন, সেটা এখনো পোষানো যায়নি’— ’৯০ দশকের পাকিস্তানি তারকাদের নিয়ে রশিদ লতিফ১১ মার্চ ২০২৫

বিরোধের সূত্রপাত গত মাসে রিজওয়ানকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর পর। লতিফ এক্সে পোস্ট দিয়ে লেখেন, রিজওয়ান ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের কারণে অধিনায়কত্ব হারিয়ে থাকতে পারেন। অন্য এক মন্তব্যে তিনি বেটিং কোম্পানির সারোগেট বিজ্ঞাপন নিয়েও কথা বলেন।
এরপরই পিসিবি অভিযোগ করে সাইবার ক্রাইম তদন্ত সংস্থায়। ১৭ নভেম্বর এনসিসিআইএ লতিফকে হাজির হওয়ার নোটিশ দেয়। এর জবাবে লতিফ ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন।

পাল্টাপাল্টি অবস্থার মধ্যে গত শনিবার এক্সে দীর্ঘ পোস্ট দেন লতিফ। সেখানে তিনি দাবি করেন, তাঁর মন্তব্য কোনো খেলোয়াড়, বোর্ড সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযুক্ত করার উদ্দেশ্যে ছিল না। রিজওয়ানের ফিলিস্তিন সমর্থনের প্রসঙ্গ তিনি ‘অযথা’ টেনেছিলেন বলেও স্বীকার করেন, ‘আমি স্বীকার করছি যে মোহাম্মদ রিজওয়ানের ফিলিস্তিন সমর্থনের প্রসঙ্গ আমি অযথা টেনে এনেছি, যা তাঁর অধিনায়কত্ব হারানোর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছিলাম। আরও ভেবে দেখার পর উপলব্ধি করছি, অনুমানটি অনুপযুক্ত, ভিত্তিহীন এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।’

আরও পড়ুনওয়াসিম–ওয়াকার টাকার জন্য সবকিছু করতে পারে: রশিদ লতিফ০৮ মার্চ ২০২৫

নিজেকে ‘বস্তুনিষ্ঠ বিশ্লেষণের প্রবক্তা’ উল্লেখ করে লতিফ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমাও চান, ‘আমার মন্তব্যের কারণে সাধারণ জনগণ, বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এর কর্মকর্তাদের কোনো দুঃখ বা বিরক্তির উদ্ভব হয়ে থাকলে আমি গভীরভাবে অনুতপ্ত। আমার মন্তব্য থেকে উদ্ভূত যেকোনো অনিচ্ছাকৃত ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, যা আমি নিঃশর্তভাবে প্রত্যাহার করছি এবং নিশ্চিত করছি যে এমন কোনো ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না।’

পিসিবি চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নাকভি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জওয় ন

এছাড়াও পড়ুন:

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, হতে পারে নিম্নচাপ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে কয়েক দিন পর।

চলতি মাসের শেষে একটি নিম্নচাপ এবং সেখান থেকে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তবে এবারের সুস্পষ্ট লঘুচাপ শেষ পর্যন্ত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে সম্পর্কে এখনই বলা যাবে না বলেই জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর। তিনি আজ রোববার প্রথম আলোকে প্রথম আলোকে বলেন, এখন লঘুচাপটি আন্দামান সাগরের দিকে আছে। আগামীকাল সোমবার এটি ঘনীভূত হতে পারে। এর অবস্থান এত দূরে যে এটি আসতে আসতে তা কতটুকু শক্তিশালী থাকবে, তা নিয়ে প্রশ্ন আছে।

লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে এর প্রভাব কী বাংলাদেশের উপকূলে পড়তে পারে বা এর প্রভাবে কী বৃষ্টি হতে পারে—এর জবাবে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, এখন লঘুচাপটির যে অবস্থান সে অনুযায়ী এটি ভারতের তামিলনাড়ু উপকূল হয়ে আসবে। এরপর এর দীর্ঘ পথ আছে। বাংলাদেশের উপকূলে আসতে আসতে এর কতটুকু শক্তি থাকবে, তা বলা শক্ত। আর বৃষ্টি হলেও তা এ মাসের শেষের দিকে হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে। তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

সম্পর্কিত নিবন্ধ