ছেলেদের এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে হওয়া সর্বশেষ তিন ম্যাচ থেকে চার কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফের পঞ্চম নির্বাহী কমিটির সভায় এ তিন ম্যাচের আয়-ব্যয়ের হিসাব অনুমোদিত হয়। তবে সভা শেষে সংবাদ সম্মেলনে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম শুধু আয়ের অঙ্কটাই জানান।

আরও পড়ুনভারতকে হারিয়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ১৯ নভেম্বর ২০২৫

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। হামজা চৌধুরী-শমিত সোমদের আগমনের পর বাংলাদেশের ফুটবল সম্প্রতি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আগ্রহ বেড়েছে জাতীয় দলকে নিয়ে। বদলে যাওয়া এই বাংলাদেশ দলের ম্যাচ দেখতে সিঙ্গাপুরের বিপক্ষে গ্যালারিতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৩১৭ জন দর্শক। টিকিট বিক্রি, সম্প্রচারস্বত্ব আর বিজ্ঞাপন থেকে সেই ম্যাচে আয় হয় ১ কোটি ১৫ লাখ টাকা।

জাতীয় ফুটবল দলের তিন ম্যাচ থেকে বাফুফের মোট আয় ৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার জলসীমানায় প্রবেশ করায় দুই বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালীর নাফ নদীর অংশ থেকে তাদের আটক করা হয়। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা এ তথ্য জানান। 

আরো পড়ুন:

এশিয়ার ৩ দেশ থেকে দূতাবাস গুটিয়ে নিচ্ছে ফিনল্যান্ড

১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আটকরা হলেন, হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়ার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ সেলিম (৫০) ও উনচিপ্রাং ৩ নম্বর ওয়ার্ড রইক্ষ্যংয়ের অলি হোসেনের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৮)।

সিরাজুল মোস্তফা জানান, মাছ শিকারের সময় নাফ নদী থেকে দুজন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ সময় বাকি জেলেরা দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে জানতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঢাকা/তারেকুর/বকুল 

সম্পর্কিত নিবন্ধ