বিরাট কোহলি থাকলে সুপারম্যানের কী দরকার
Published: 3rd, December 2025 GMT
বিরাট কোহলির ব্যাটে যেন রানের ফোয়ারা বইছে। মনে হচ্ছে যেন, ব্যাট হাতে কোনো এক বিশেষ অভিযানে নেমেছেন তিনি। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কোহলি পেয়েছেন ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি। সিরিজে এটি তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে রাঁচিতে প্রথম ওয়ানডেতেও দারুণ এক সেঞ্চুরি করেছিলেন কোহলি। সেই ম্যাচে ১২০ বলে তাঁর ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস সাজানো ছিল ১১টি চার আর ৭টি ছক্কায়। ভারত জিতেছিল ১৭ রানে।
কোহলির এমন ব্যাটিং দেখে উচ্ছ্বাসে ভাসছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। ম্যাচের ধারাভাষ্যে কোহলির প্রশংসা করতে গিয়ে যা বললেন, তা রীতিমতো বাঁধিয়ে রাখার মতো, ‘আপনার দলে যদি যখন বিরাট কোহলি থাকে, তাহলে আর সুপারম্যানের কী দরকার!’
এটুকুতেই থামেননি গাভাস্কার। মুগ্ধ কণ্ঠে বলেন, ‘ওর ক্যারিয়ারের রেকর্ডের দিকে তাকান। দেখবেন কত সিঙ্গেলস নিয়েছে সে। যেকোনো ফরম্যাটেই সিঙ্গেলস হলো ব্যাটিংয়ের প্রাণ। এতে ব্যাটসম্যান মনে করে সে এগিয়ে যাচ্ছে, আটকে নেই কোথাও। এর মানে, বোলাররা তাকে আটকে রাখতে পারছে না। কোহলি শুধু নিজের রান নিয়ে ভাবে না, সঙ্গীর জন্যও বাড়তি রান বের করে নেয়। রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটিতেই তো সেটা দেখা গেল। ৫৩তম সেঞ্চুরি। এককথায় অবিশ্বাস্য, অসাধারণ।’
আরও পড়ুনচোখের নিচে কালো স্ট্রিপ লাগিয়ে গ্যাবায় ব্যাট করবেন স্মিথ, কেন জানেন তো২ ঘণ্টা আগে৩৭ বছর বয়সী কোহলি ৫৩তম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছাতে বল খেলেছেন ৯০টি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৮৪তম সেঞ্চুরি। সামনে শুধু একজন—ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি (১০০টি) ছোঁয়ার দৌড়ে কোহলিই এখন সবচেয়ে কাছে। আসলে কোহলিই একমাত্র!
এ নিয়ে ১১ বার ওয়ানডেতে টানা দুই বা তার বেশি ইনিংসে সেঞ্চুরি করলেন কোহলি। এটাও রেকর্ড। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ডি ভিলিয়ার্স এমনটা করতে পেরেছেন মাত্র ৬ বার। ভাবা যায়!
সেঞ্চুরি পেয়েছেন গায়কোয়াড়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবারো সেঞ্চুরির ফুল ফোটালেন বিরাট
মার্কো জানসেনের বল লং পাঠিয়ে দৌড় বিরাট কোহলির। রায়পুর মাঠ। এই উন্মদনা কখনো আগে দেখিনি তারা। এই কিংবদন্তিতে কখনো দাপিয়ে বেড়াতে দেখানে তারা। বিরাট আশা পূরণ করলেন তাদের। তাও যেনতেন ভাবে নয়। সেঞ্চুরির ফুল ফুটিয়ে।
বল ফেরত আসার আগে বিরাট তুলে নেন ১ রান। পূরণ করে ফেলেন তার সেঞ্চুরির রান। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি নাম্বার ফিফটি থ্রি। পাঠক ভুল পড়ছেন না, ওয়ানডে ক্রিকেটে বিরাট পেয়েছেন ৫৩তম সেঞ্চুরি। আগের ম্যাচে রাঁচিতে সেঞ্চুরি। মাহেন্দ্র সিং ধোনির শহরে। এবার রায়পুরে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা একেবারেই ছন্নছড়া।
আরো পড়ুন:
স্বাধীনতা দিবসে শতক হাঁকানো একমাত্র ভারতীয় কোহলি
ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি
৫ উইকেটে ভারতের রান ৩৫৮। কোহলির ৫৩তম সেঞ্চুরির মঞ্চে রিতুরাজ গাইগোয়াড পেয়েছন ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি। বিরাট ৯৩ বলে ১০২ রান করেছেন ৭ চার ও ২ ছক্কায়।
দক্ষিণ আফ্রিকা নিশ্চিতভাবেই বিরাটের প্রিয় পতিপক্ষ। নয়তো টানা তিন সেঞ্চুরি তাদের বিপক্ষে কিভাবে করেন? ২০২৩ বিশ্বকাপে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রান করেছিলেন বিরাট। দুই বছর পর রাঁচিতে তার রান ১৩৫। আজ করলেন ১০২ রান।
জোড়া সেঞ্চুরির আগের রেকর্ড বিরাট কোহলিরই ছিল। এর আগে ওয়ানডেতে তার জোড়া সেঞ্চুরির সংখ্যা ছিল ১০টি। আজ এগারতমবার জোড়া সেঞ্চুরির রেকর্ড নতুন করে লিখলেন। তার পরে জোড়া সেঞ্চুরির রেকর্ডে দুই আছেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তির জোড়া সেঞ্চুরি ছয়টি। রায়পুরে বিরাট প্রথম সেঞ্চুরি করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪টি ভেনু্যতে সেঞ্চুরির রেকর্ডে শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন তিনি। টেন্ডুলকার তার ওয়নাডের ৪৯ সেঞ্চুরি পেয়েছেন ৩৪ ভেনু্যতে। বিরাট ৫৩তম সেঞ্চুরি পেলেন ৩৪ ভেনু্যতেই।
এছাড়া নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সাত বা তার বেশি সেঞ্চুরির রেকর্ডে বিরাট সবার চেয়ে এগিয়ে। তার ১০টি সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে। ৯টি ওয়েস্ট ইন্ডিজ, ৮টি অস্ট্রেলিয়া ও ৭টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শচীন মাত্র দুইটি দেশের বিপক্ষে সাত তা ততোধিক সেঞ্চুরি পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেঞ্চুরি ৯টি। শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি।
ঢাকা/ইয়াসিন