এক শ্রেণির ক্ষমতা লোভীরা রাষ্ট্র সংস্কার ছাড়াই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। 

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে পাঁচ দফা দাবিতে ইসলামী সমমনা ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় রেজাউল করিম বলেন, ‘‘আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, দেশে মৌলিক সংস্কার হবে; খুনী, টাকা পাচারকারীদের বিচার দৃশ্যমান হবে; এরপর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম, এক শ্রেণির ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচার গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে।’’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর রেজাউল করিম বলেন, ‘‘স্বাধীনতার ৫৩ বছর পর আজকে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি; ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস লিখবে, তখন আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে।’’

সমাবেশ উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীরা দলে দলে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রবেশ করেন। দুপুরের আগে মাঠ ভরে যায়।  
 

ঢাকা/আমিরুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ষমত

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৫ আসনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নারায়ণগঞ্জের বরফকল মাঠ সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে, আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মনোনিত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান।

মাসুদুজ্জামান বক্তব্যে বলেন, “দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত জননেত্রী এবং দেশমাতা বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যা সকলের জন্য উদ্বেগের বিষয়। এই মা স্বামী, সন্তান ও নিজের ব্যক্তিগত স্বাধীনতার অনেক ব্যথা সহ্য করেছেন এবং স্বৈরাচারী শক্তির শোষণ ও বাধার মধ্যেও কখনো নত হননি।

আজ তাঁর জন্য দোয়া করছেন শুধু বিএনপির কর্মীই নয়, সারা দেশের মানুষ তাঁর সুস্থতার জন্য একযোগে প্রার্থনা করছেন। কোটি মানুষের এই দোয়া এবং প্রার্থনা আল্লাহর কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন, যাতে তিনি আবার জনগণের মাঝে ফিরে এসে তাদের নেতৃত্ব দিতে পারেন এবং দেশের গণতান্ত্রিক মুক্তি ও ন্যায়ের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।”

আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মাহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম-আহ্বায়ক; অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন। এছাড়াও আজকের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

দোয়া মাহফিলে আলেম-ওলামাদের বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতীয় জীবনে পুনরায় সক্রিয় হওয়ার জন্য মোনাজাত পরিচালনা করেন; পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তি-স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়।

এই দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পুনরায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন।

 

সম্পর্কিত নিবন্ধ