প্রাণীসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ এর সাব-টেকনিক্যাল পদগুলোতে ডিপ্লোমা ইন লাইভস্টকে অন্তর্ভূক্ত করে দ্রুত সংশোধন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিভিন্ন জেলায় এ দাবিতে বিক্ষোভ করেছেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় ২ জনের সাক্ষ্য গ্রহণ

ব্রাকসু নির্বাচনের কারণে শীতকালীন ছুটি পেছাল

গোপালগঞ্জ
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নিয়োগ বিধিমালা ২০২৩ সংশোধন ও দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। এ সময় তারা একডেমিক ভবনের জানালার কাঁচ ভাঙচুর করেন।

শিক্ষার্থীরা ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে ভবনটির বেশ কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করেন।

এ সময় তাদের নিয়োগবিধি সংশোধন করে দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

নেত্রকোণা
বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার রাজুর বাজার এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পাঁচ ক্যাটাগরির সাব-টেকনিক্যাল পদে জেনারেল নিয়োগ বাতিল করে ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’ সনদধারীদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। 

এ সময় তারা তাদের ক্যাম্পাসে অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এতে ক্যাম্পাস এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে নেত্রকোণা আইএলএসটির অধ্যক্ষ বরুণ দত্তসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

গাইবান্ধা
বুধবার দুপুরে একই দাবিতে বিক্ষোভ করেন গাইবান্ধার আইএলএসটির শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে তারা ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষাথীরা গাইবান্ধা আইএলএসটি কেন্দ্রের মুল ফটক বন্ধ করে টায়ার জালিয়ে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইট-পাথর নিক্ষেপ করে প্রতিষ্ঠানের জানালার গ্লাস ভাঙচুর ও শ্রেণিকক্ষের চেয়ার টেবিল, আসবাবপত্র বাহিরে এনে আগুন জ্বালিয়ে দেন। এক পর্যায়ে আইএলএসটির শিক্ষক, কর্মচারীরা ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

ঢাকা/বাদল/ইবাদ/মাসুম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ক ষ ভ কর এ সময়

এছাড়াও পড়ুন:

জকসু নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল ঘোষণা বাম ছাত্রসংগঠনগুলোর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। এই প্যানেলের হয়ে নির্বাচনে ভিপি পদে লড়বেন গৌরব ভৌমিক, জিএস পদে ইভান তাহসীব এবং এজিএস পদে শামসুল আলম মারুফ।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ।

প্যানেলে নয়টি সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। এই সংগঠনগুলো হলো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, উদীচী শিল্পীগোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক সাহিত্য পত্রিকা, জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়ন।

ভিপি পদে প্রার্থী গৌরব ভৌমিক সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জিএস পদে ইভান তাহসীব ২০২০-২১ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এবং এজিএস পদে প্রার্থী শামসুল আলম মারুফ ২০২০-২১ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।

‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান ভূঁইয়া জয়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নু মং প্রূ মারমা এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিকা লেবিন মৌমি।

আন্তর্জাতিক সম্পাদক পদে প্যানেলে মনোনয়ন পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোয়ান অফ আর্ক সুকন্যা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান সাদ, ক্রীড়া সম্পাদকে নাট্যকলা বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুগ্ধ আনন, পরিবহন সম্পাদে ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন, সমাজসেবা সম্পাদকে সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমরিন জাহান অপি এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়্যিদা মুবাশ্বিরা।

এ ছাড়া প্যানেলে সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আবেদীন রিতিকা, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজওয়ার ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগ্নিকা চক্রবর্তী, ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগেট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রৌদ মুক্তাদির, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আদিব, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজস (আইএমএল) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিতিকা (রিদি জাফরাত) এবং দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পল্লব কুমার।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবির ৩০ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান
  • কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থীকে শাস্তি
  • জকসু নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল ঘোষণা বাম ছাত্রসংগঠনগুলোর