নীলফামারীতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শিশুশিক্ষার্থী নিহত
Published: 20th, November 2025 GMT
নীলফামারীতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মার্জিয়া আক্তার (৮) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের মোড়লের ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মার্জিয়া টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়ার মো. মোস্তাকিম শাহের মেয়ে। সে শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন জানান, সকালে স্কুলের ক্লাস পার্টিতে অংশ নেয় মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে চাচা হাসু শাহের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল সে। পথে মোড়লের ডাঙ্গা বাজারে তার পানির পিপাসা পায়। বেলা আড়াইটার দিকে ওই বাজারের একটি হোটেলে পানি পান করে চাচার মোটরসাইকেলে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মোড়লের ডাঙ্গা গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, ‘মার্জিয়া আমার মেয়ে সিনথিয়ার সঙ্গে একই বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ত। আজকের ক্লাস পার্টিতে তারা একসঙ্গে ছিল।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। পরে পুলিশ ট্রাকটি থানায় নিতে চাইলে বিক্ষুব্ধ জনতা সেটি নিজেদের হেফাজতে রাখেন। ওই শিশুর লাশ নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইফোনে স্যাটেলাইট সেবার পরিধি বাড়াচ্ছে অ্যাপল, যেসব সুবিধা পাওয়া যাবে
আইফোনে স্যাটেলাইটনির্ভর যোগাযোগ–সুবিধার পরিধি আরও বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যাপল। জরুরি অবস্থায় বার্তা পাঠানোর সীমিত সুবিধার বাইরে গিয়ে সাধারণ ব্যবহারের বিভিন্ন কাজে স্যাটেলাইট প্রযুক্তি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি পাওয়ার অন নিউজলেটারে এ তথ্য জানিয়েছেন।
মার্ক গুরম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট সংযোগের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই অ্যাপল ম্যাপস ব্যবহার এবং মেসেজেস অ্যাপ থেকে ছবি পাঠানোর মতো সুবিধা উন্নয়ন করছে অ্যাপল। এসব সুবিধা ব্যবহারের জন্য বাড়তি কোনো খরচ করতে হবে না ব্যবহারকারীদের। তবে উন্নত সুবিধা পেতে অতিরিক্ত খরচ করতে হতে পারে।
বর্তমানে আইওএস এ যে স্যাটেলাইটভিত্তিক ফিচারগুলো সক্রিয় আছে, সেগুলো গ্লোবালস্টারের নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। নতুন ফিচারগুলো সমর্থন করতে এই নেটওয়ার্কের অবকাঠামো আধুনিকায়নে অ্যাপল আর্থিক সহায়তাও দিয়েছে। বিশ্লেষকদের মতে, স্যাটেলাইটনির্ভর সুবিধা বাড়ানো অ্যাপলের ভবিষ্যৎ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকলেও ব্যবহারকারীরা প্রয়োজনীয় কাজ করতে পারবেন, যা দূরবর্তী অঞ্চলে আইফোনের ব্যবহারযোগ্যতা আরও বাড়াবে।
মার্ক গুরম্যান আরও জানিয়েছেন, ২০২৬ সালে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভার্চ্যুয়াল সহকারী সিরি উন্মোচনের পরিকল্পনা রয়েছে অ্যাপলের। তার দাবি, এই সংস্করণের সিরি পরিচালিত হবে গুগলের কাস্টমাইজ করা জেমিনি মডেলের মাধ্যমে।
সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস