নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, “বর্তমান সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে নৌবাহিনী।” 

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর কলাপড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ৪১৭ জন নবীন নাবিকের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে, ২০২৪ সালের জুলাই মাস থেকে ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েন রয়েছে। এসব এলাকায় নিয়োজিত নৌসদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এলাকা সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সব ভূমিকা পালন করে দেশবাসীর কাছে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন।” 

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সরকার চট্টগ্রাম জয়দেব লিমিটেডের ওপর ন্যাস্ত করেছে। এতে অল্প সময়ের মধ্যে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে গতিশীলতা এসেছে সামগ্রিক অর্থনীতিতে।”

নবীন নাবিকদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান বলেন, “সব নৌসদস্যকে আরো যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশের সংকটময় মুহূর্তে সর্বসাধারণের জানমাল রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর প্রতিটি সদস্যকে প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক নৌবাহিনীর জন্য নিবেদিতভাবে দায়িত্ব পালন করতে হবে।” 

পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেওয়ায় নৌবাহিনী প্রধান নাবিকদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এসময় নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নৌবাহিনী প্রধান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ নেন। পরে পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করায় সেরা চৌকশ নাবিক হিসেবে রিজন মোল্লাকে ‘নৌপ্রধান পদক’,  দ্বিতীয় স্থান অধিকারী মো.

মারুফ হাসান মুন্নাকে ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অধিকারী মো. হাসান আলীকে ‘শের-ই-বাংলা পদক’ দেওয়া হয়।

ঢাকা/ইমরান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নব ন ন ব ক সদস য

এছাড়াও পড়ুন:

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপি গণমিছিল

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বন্দর থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণমিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

‎এসময়ে গণমিছিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মিছিল।

‎শুক্রুবার ( ২১ নভেম্বর) বিকেল চারটায় বন্দর ২৩নঃ ওয়ার্ডের কবিলের মোড় থেকে শুরু করে লিফলেট বিতরণ ও গণমিছিলটি পৌরসভার সামনে নিয়ে চিতা শালের মোড় হয়ে সিরাজদ্দৌলা মাঠের দিয়ে বন্দরবাজার হয়ে বন্দর খেয়া ঘাটের গিয়ে শেষ হয়।

‎এসময়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ, দোকানদার ও পথচারীদের  মাঝে ৩১দফার লিফলেট বিতরণ করেন।

‎বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সভাপতিত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, আওলাদ হোসেন, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন,বিএনপি নাজমুল হক, চঞ্চল মাহমুদ,সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাইনবোর্ড শাখা যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ।

সাইনবোর্ড শাখা যুবদল নেতা আব্দুর রহিম সাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন বাদশা।

এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্রদল নেতা রিয়াজুল, ফতুল্লা থানা তরুণ দলের সভাপতি রাসেল গাজী, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রিদয়, সিদ্ধিরগঞ্জ ছাত্রদল নেতা রেজাউল, শ্রমিকদল  নেতা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন বাদশা বলেন, “দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরেও আমরা আমাদের সহযোদ্ধাদের হারাচ্ছি।

“আইন-শৃঙ্খলার চরম অবনতির কারণে এসব হত্যার ঘটনা ঘটছে।তিনি আরো বরেন, দেশে দ্রুত একটি নির্বাচিত সরকারের প্রয়োজন।

আর সেই সরকার হতে হবে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার।” গোলাম কিবরিয়ার হত্যার দ্রুত বিচার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানাচ্ছি।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্যকে আটক করেছে বিজিবি
  • ঢাকা ও সিরাজগঞ্জে ডিবি হেফাজতে দুজনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি
  • ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় অবনতির শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদে
  • ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক
  • হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু
  • তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপি গণমিছিল
  • রূপগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২