বাতাসের বেগ বাড়ার কারণে দাবানল আরো তীব্র হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বিরল ‘বিশেষ বিপজ্জনক পরিস্থিতি’ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ওই এলাকায় ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতা জারি করেছে।

মঙ্গলবার ভোরে লস অ্যাঞ্জেলেসের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে দিয়ে বলেছে, “আজকের বাতাস ইতিমধ্যেই তীব্র হতে শুরু করেছে এবং মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে।”

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভোরে সান গ্যাব্রিয়েল এবং সান্তা সুজানা পর্বতমালায় ঘণ্টায়  ৪০ থেকে ৫০ মাইল বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল এবং এটি আরও বিস্তৃত হয়ে সকালে উপত্যকা ও উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে পড়বে। ভূপ্রকৃতির ওপর নির্ভর করে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভেনচুরা ও লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে সর্বোচ্চ ঝড়ো হাওয়া বয়ে যাবে। পাহাড়ি অঞ্চলে ঘণ্টায় ৭০ মাইল বেগে বাতাস বইতে পারে এবং কিছু উপত্যকা ও উপকূলীয় স্থানে ৬০ মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেস কাউন্টির ছয়টি প্রধান দাবানলের মধ্যে দুটি এখনো জ্বলছে। এর মধে প্যালিসেডের আগুনে পুড়ে গেছে ২৩ হাজার ৭১৩ একর জমি এবং পুড়ে গেছে, ইটনে দাবানলে পুড়ে গেছে ১৪ হাজার ১১৭ একর জমি।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলনে দাবানলের কারণে কমপক্ষে ২৪ জন মারা গেছেন। ইটনে ১৬ জন এবং প্যালিসেডে অগ্নিকাণ্ডে কমপক্ষে আটজন মারা গেছেন। দুটি এলাকায় আরো ২৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং কর্মকর্তারা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকরা জানিয়েছেন,  প্রথম হামলাটি ঘনবসতিপূর্ণ রিমাল পাড়ায় একটি গাড়িতে আঘাত করা হয়েছিল। এর ফলে গাড়িতে আগুন ধরে যায়। নিহত পাঁচজন গাড়ির যাত্রী নাকি পথচারীদের মধ্যে ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আগুন নেভাতে এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে কয়েক ডজন মানুষ ছুটে আসে।

গাড়িতে হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলি বিমান বাহিনী মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহর এবং নুসাইরাত ক্যাম্পে দুটি বাড়িতে দুটি পৃথক বিমান হামলা চালায়। এর ফলে কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার পশ্চিম গাজা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা ১৮ তে পৌঁছেছে।

১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে সেই ঘোষণাকে পাশ কাটিয়ে প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ১০
  • মিশরে হামাসের প্রতিনিধি দল
  • ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
  • ইউনিলিভারে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২৪ নভেম্বর
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮