স্বরাষ্ট্রমন্ত্রীর নাতির সঙ্গে মালদ্বীপে তারা সুতারিয়া জন্মদিন
Published: 20th, November 2025 GMT
জোর গুঞ্জন উড়ছে, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ অভিনেত্রী তারা সুতারিয়া নতুন প্রেমে মজেছেন। তার প্রেমিক অন্য কেউ নন, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি, অভিনেতা বীর পাহাড়িয়া।
তারা-বীরের প্রেম নিয়ে ফিসফাস অনেক দিন ধরেই চলছে। কয়েক মাস আগে প্রমোদতরীতে একসঙ্গে ছুটি কাটান তারা। এবার প্রেমিকের সঙ্গে মালদ্বীপে জন্মদিন উদযাপন করে হইচই ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। রবিবার (১৯ নভেম্বর) ৩০তম জন্মদিন উদযাপন করেন তারা। তারই কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করে বীর লেখেন—“হ্যাপি বার্থডে, মাই হোল হার্ট।”
আরো পড়ুন:
৬ দিনে অজয়-রাকুলের সিনেমা কত টাকা আয় করেছে?
বিশ্বমঞ্চে ‘বাংলার রানি’ মিথিলা
বীরের পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায়—ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় বীর আলতো করে তারার কপালে চুমু খাচ্ছেন। আরেকটি ফ্রেমে দেখা যায়, বীর পিয়ানো বাজাচ্ছেন আর তার পাশে দাঁড়িয়ে উজ্জ্বল, আদুরে হাসিতে তাকে দেখছেন তারা সুতারিয়া। তৃতীয় ছবিতে তারাকে খাইয়ে দিচ্ছেন বীর। আর শেষ ছবিতে দু’জনকে একটি ইয়টে একান্তে ছুটি কাটাতে দেখা যায়।
আরো একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, জন্মদিনের কেক কাটছেন তারা, আর বীর তার পাশে দাঁড়িয়ে। একপর্যায়ে তারা গালে আলতো করে চুমু খান এবং তাকে জড়িয়ে ধরেন। ঝলমলে পোশাক ও পরিপাটি খোঁপায় তারাকে দারুণ লাগছে, আর বীর পরেছেন সাদা শার্ট ও নীল রঙের স্যুট।
বীর-তারার একান্ত মুহূর্ত দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ কেউ লেখেন, “আপনাদের বিয়ে তো পাক্কা!” যদিও এখন পর্যন্ত প্রেমের কথা যেমন স্বীকার করেননি, তেমনই বিয়ে নিয়ে টুঁ-শব্দ করেননি এই যুগল।
এর আগে দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের মার্চ মাসে ল্যাকমে ফ্যাশন উইকে শো-স্টপার হয়ে প্রথমবার একসঙ্গে র্যাম্পে হাঁটেন তারা-বীর। এ মঞ্চে তাদের মাঝে প্রেমের ঝলক দেখা দেয়। গত জুলাই মাসের দিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বীর-তারা দুই মাসের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন।
এর আগে অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা সুতারিয়া। সুযোগ পেলেই এ জুটি ছুটি কাটাতে উড়ে যেতেন বিদেশে। ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে। তবে ২০২৩ সালের জানুয়ারিতে ভেঙে যায় এই সম্পর্ক। এরপর গুঞ্জন চাউর হয়, ‘জিসম টু’খ্যাত অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ নিয়ে কোনো কথা বলেননি এই যুগল।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।
তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে।
আরো পড়ুন:
কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি
চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি
টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।”
অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।”
চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।
ঢাকা/শান্ত