অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বহর থেকে বাদ পড়া দুটি লাইটার জাহাজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। জাহাজ দুটি হলো—এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ শিপিং করপোরেশনের পরিচালনা পর্ষদের ৩২৩তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের পতন

পুঁজিবাজার: সূচকের পতনে সপ্তাহ শুরু

গত বছরের ৩০ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর জাহাজ দুটি অগ্নিদুর্ঘটনার শিকার হয়। এতে চার জন নিহত হন। এছাড়া, পুরনো এ দুই জাহাজে শুধু রক্ষণাবেক্ষণ খাতে খরচ হয় বছরে ৩০ কোটি টাকা। সে হিসেবে গত সাত বছরে এ দুই জাহাজের পেছনে ২১০ কোটি টাকা খরচ হয়েছে। এ টাকায় একটি নতুন জাহাজ কেনা যেত।

তাই, মঙ্গলবার বিএসসির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় জাহাজ দুটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান টাকা জমা দিলে দ্রুত জাহাজ দুটি হস্তান্তর করা হবে। 

এর আগে ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনে গোলার আঘাতে ‘বাংলার সমৃদ্ধি’ ধ্বংস হয়েছিল।

১৯৮৭ সালে ‘এমটি বাংলার জ্যোতি’ এবং ১৯৮৬ সালে ‘এমটি বাংলার সৌরভ’ নির্মাণ করা হয়। এ দুটি লাইটার জাহাজ দিয়ে তেল পরিবহন করা হতো। 

ঢাকা/এনটি/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেসি জানালেন, ‘খুব শিগগিরই দেখা হবে ভারত’

ভারতজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আরও এক ধাপ বাড়িয়ে লিওনেল মেসি নিশ্চিত করলেন তার বহু প্রতীক্ষিত ‘গোট ট্যুর’–এর তালিকায় যুক্ত হয়েছে হায়দরাবাদের নামও। আগে থেকেই কলকাতা, মুম্বাই ও দিল্লি সফরের কথা জানা থাকলেও এবার চতুর্থ শহর হিসেবে যুক্ত হলো দক্ষিণ ভারতের এই শহরটি।

নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ও ফেসবুকে মেসি লিখেছেন, “ভারত থেকে পাওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ! কয়েক সপ্তাহ পরই শুরু হচ্ছে গোট ট্যুর। কলকাতা, মুম্বাই ও দিল্লির পাশাপাশি এবার হায়দরাবাদেও আসছি আমি। খুব শিগগিরই দেখা হবে ভারত!”

আরো পড়ুন:

মেসির ১৩০০

‘যেভাবে বার্সেলোনা ছাড়ব ভেবেছিলাম, তা হয়নি’ মেসির হৃদয়ভরা আক্ষেপ

১৩ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হবে মেসির প্রথম অনুষ্ঠান। যেখানে থাকছে ‘গোট কনসার্ট’ এবং ‘গোট কাপ’। সেখানে মেসির সঙ্গে মাঠে নামতে পারেন ভারতের কিংবদন্তিরা- সৌরভ গাঙ্গুলি, ভাইচুং ভুটিয়া ও লিয়েন্ডার পেইস।

কলকাতার এই জমকালো আয়োজন শেষ করেই একই রাতে মেসি উড়াল দেবেন হায়দরাবাদে, গোট ট্যুরের দক্ষিণাঞ্চলীয় আয়োজনের জন্য।

হায়দরাবাদের ইভেন্টেও থাকছে অন্যান্য শহরের মতোই- ছোট্ট একটি ফুটবল ম্যাচ, ফুটবল ক্লিনিক, মিউজিক্যাল ট্রিবিউট ও সংবর্ধনা অনুষ্ঠান।

মেসির এই ভারত সফরের টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে। মূল্য শুরু হওয়ার সম্ভাবনা সর্বনিম্ন প্রায় ৩ হাজার ৫০০ রুপি।

হায়দরাবাদ যুক্ত হওয়ায় গোট ট্যুর এখন সত্যিকারের সর্বভারতীয় আকার পেয়েছে। সফরের সময়সূচি এমন-
১৩ ডিসেম্বর- পূর্ব ভারত: কলকাতা এবং দক্ষিণ ভারত: হায়দরাবাদ।
১৪ ডিসেম্বর- পশ্চিম ভারত: মুম্বাই।
১৫ ডিসেম্বর- উত্তর ভারত: দিল্লি।

মুম্বাই লেগে মেসি অংশ নেবেন ‘প্যাডেল গোট কাপে’। এই অংশে তার সঙ্গে থাকতে পারেন শাহরুখ খান, শচীন টেন্ডুলকার, এমএস ধোনি ও বলিউড তারকারা।

আগে শোনা গিয়েছিল মেসি সফরে আহমেদাবাদ ও কেরালার কোচি যুক্ত থাকবে। তবে শেষ মুহূর্তে সেই আয়োজন বাতিল হয় এবং হায়দরাবাদ নেয় বিকল্পের জায়গা।

মেসি সর্বশেষ ভারতে এসেছিলেন ২০১১ সালে। সেবার তিনি আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন ভেনেজুয়েলার বিপক্ষে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে। ১৪ বছর পর আবার সেই মাটিতেই তার উপস্থিতি। যা ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ