অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বহর থেকে বাদ পড়া দুটি লাইটার জাহাজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। জাহাজ দুটি হলো—এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ শিপিং করপোরেশনের পরিচালনা পর্ষদের ৩২৩তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের পতন

পুঁজিবাজার: সূচকের পতনে সপ্তাহ শুরু

গত বছরের ৩০ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর জাহাজ দুটি অগ্নিদুর্ঘটনার শিকার হয়। এতে চার জন নিহত হন। এছাড়া, পুরনো এ দুই জাহাজে শুধু রক্ষণাবেক্ষণ খাতে খরচ হয় বছরে ৩০ কোটি টাকা। সে হিসেবে গত সাত বছরে এ দুই জাহাজের পেছনে ২১০ কোটি টাকা খরচ হয়েছে। এ টাকায় একটি নতুন জাহাজ কেনা যেত।

তাই, মঙ্গলবার বিএসসির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় জাহাজ দুটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান টাকা জমা দিলে দ্রুত জাহাজ দুটি হস্তান্তর করা হবে। 

এর আগে ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনে গোলার আঘাতে ‘বাংলার সমৃদ্ধি’ ধ্বংস হয়েছিল।

১৯৮৭ সালে ‘এমটি বাংলার জ্যোতি’ এবং ১৯৮৬ সালে ‘এমটি বাংলার সৌরভ’ নির্মাণ করা হয়। এ দুটি লাইটার জাহাজ দিয়ে তেল পরিবহন করা হতো। 

ঢাকা/এনটি/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারতের মুখোমুখি হওয়ার আগে হামজা বললেন, সব প্রস্তুতি সম্পন্ন

গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ড্র করতে হয় বাংলাদেশকে। চোখধাঁধানো দুটি গোল করেছিলেন বাংলাদেশ দলের তারকা হামজা চৌধুরী। ওভারহেড কিকে একটি এবং পরের গোলটি ছিল পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় যে কারও মন খারাপ হওয়ার কথা। হামজা চৌধুরীরও তা–ই হয়েছিল। কিন্তু পেশাদার ফুটবলার বলেই ভারতের বিপক্ষে ম্যাচের আগে আবারও বুকভরা আশা নিয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন হামজা।

লেস্টার সিটির হামজা দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। এখন খেলছেন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে। শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে বলেই হয়তো হামজা খুব ভালো করেই জানেন, নেপাল ম্যাচই শেষ কথা নয়। সামনে যেহেতু নতুন লড়াই তাই সতীর্থ থেকে গোটা বাংলাদেশকে তো জাগিয়ে তুলতে হবে! নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই ডিফেন্সিভ মিডফিল্ডার তাই লিখেছেন, বড় ম্যাচের সব প্রস্তুতি সম্পন্ন। দর্শকদের কাছ থেকে এত দিন যেমন সমর্থন পেয়েছেন সেটা আজও স্টেডিয়ামের গ্যালারিতে দেখতে চেয়েছেন হামজা।

অথচ নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে হামজা লেখেন, ‘রাতের আরেকটি ম্যাচের হতাশাজনক সমাপ্তি যেটা আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি।’ হামজা সেই স্ট্যাটাসে ভারত ম্যাচের প্রস্তুতির কথাও বলেছিলেন, ‘আসুন, সবাই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হই।’

আরও পড়ুনভারত ম্যাচে পোস্টের নিচে মিতুলেই আস্থা কাবরেরার১৯ ঘণ্টা আগে

সেই বড় লড়াই আজ দেখা যাবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামজা লেখেন, ‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল (আজ) আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।’

গত মার্চে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক থেকেই জাতীয় দলের ম্যাচে দর্শকে টইটম্বুর থাকে গ্যালারি। আজকের ম্যাচেও তা–ই ঘটার কথা। কারণ, এই ম্যাচের টিকিট ছাড়ার পর সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায় ৬ মিনিটের মধ্যে!

আরও পড়ুনএটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল২০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ