ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই
Published: 4th, February 2025 GMT
আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টোডিয়ামে ডা. শফিকুর রহমানের আগমনে ৪ ফেব্রুয়ারি মঙলবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগরীও জেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি সভায় মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আবদুল মোমিন, সাঈদ সারোয়ার প্রমূখ।
এসময় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন স্বৈরাচারী ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তাদের দোসর কিছু এখনো ঘাপটি মেরে আছে। তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। এবং বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
ন্যায় ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
এসময় মহানগরীও জেলা জামায়াতের বিভিন্ন থানার শৃঙ্খলা বিভাগের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু
“আজকের শিশু, আগামী দিনের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মপ্রকাশ করলো নতুন শিশু সংগঠন ‘ফুলেল খেলাঘর আসর’।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়নের চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলে শিশুদের হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সোনারগাঁ শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুল ইসলাম সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সহ-সভাপতি লক্ষী চক্রবর্তী, আনোয়ার হোসেন, ঈদ উল হাসান রিদওয়ান, অপূর্ব হোসাইন মিলন, এবং ফুলেল খেলাঘর আসরের সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক তাহিরা শবনম যোবায়দা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া।
শিশুদের সৃজনশীলতা ও শিক্ষার মানোন্নয়নে আয়োজিত হাতের লেখার প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ৬ জন শিক্ষার্থীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে ফুলেল খেলাঘর আসরের ২১ সদস্যের নতুন কমিটি শপথবাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে।
সৃজনশীল চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিশুদের মানবিক বিকাশে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চায় নতুন এই সংগঠন।