আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টোডিয়ামে ডা. শফিকুর রহমানের আগমনে ৪ ফেব্রুয়ারি মঙলবার বাদ মাগরিব  নারায়ণগঞ্জ মহানগরীও জেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি সভায় মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী  প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আবদুল মোমিন, সাঈদ সারোয়ার প্রমূখ। 

এসময় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন স্বৈরাচারী ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তাদের দোসর কিছু এখনো ঘাপটি মেরে আছে। তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে।  এবং বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। 

ন্যায় ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। 

এসময় মহানগরীও জেলা জামায়াতের বিভিন্ন থানার শৃঙ্খলা বিভাগের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের কিল্লারপুলস্থ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এসময় মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা এবং উপজেলার পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

‎সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মনোনীত প্রার্থী—নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।

‎তারা আরও বলেন, আসন্ন নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের প্রার্থীদের বিজয়ের মাধ্যমেই বিএনপির বিজয় নিশ্চিত হবে। এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে—ইনশাল্লাহ।

‎সভাশেষে মহানগর যুবদলের নেতৃবৃন্দ আগামী নির্বাচনে মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে গণসংযোগ জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন, সুদান ট্র্যাজেডিতে শোক
  • শহীদ বুদ্ধিজীবী দিবসে যুবশক্তির আলোচনা ও দোয়া মাহফিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব না’গঞ্জ এর কমিটি ঘোষণা
  • অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপির নেতারা
  • বন্দরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 
  • অসুস্থ প্রভাতকে দেখতে গেলেন এনসিপির আল আলামিন 
  • শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি
  • নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
  • অসহায় রিকশাচালক পরিবারের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ