আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টোডিয়ামে ডা. শফিকুর রহমানের আগমনে ৪ ফেব্রুয়ারি মঙলবার বাদ মাগরিব  নারায়ণগঞ্জ মহানগরীও জেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি সভায় মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী  প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আবদুল মোমিন, সাঈদ সারোয়ার প্রমূখ। 

এসময় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন স্বৈরাচারী ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তাদের দোসর কিছু এখনো ঘাপটি মেরে আছে। তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে।  এবং বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। 

ন্যায় ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। 

এসময় মহানগরীও জেলা জামায়াতের বিভিন্ন থানার শৃঙ্খলা বিভাগের অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আহত ৩০

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের পৌর এলাকার মিলনমোড় ও থানারোড এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে বিকাল ৫টার দিকে ভাঙ্গাবাড়ী মসজিদের সামনে আবারো সংঘর্ষে বাঁধে। এসময় কয়েকটি ককটেল নিক্ষেপ এবং রজমান নামের একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এসময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্যান্য আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে থানারোড এলাকার একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে মিলনমোড় মহল্লার যুবকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুর থেকে সংঘর্ষে জড়িয়ে পরে দুই মহল্লাবাসী। 

উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপসহ বিভিন্ন বাড়ী-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

খবর পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এসময় বড় একটি ইটের টুকরো বাচ্চুর বুকে লাগলে তিনি গুরুতর আহত হন। 

তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।  

আহত জেলা বিএনপির নেতা সাইদুর রহমান বাচ্চু বলেন, “দুটি মহল্লার মানুষের মধ্যে ঐক্য বজায় রাখতে সংঘর্ষ থামানোর জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। এসময় হঠাৎ একটি ঢিল এসে আমার বুকের ডানপাশে লাগে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি শান্ত জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/অদিত্য/এস

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে মসজিদ ভেঙ্গে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
  • সাভারে দিনদুপুরে বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩
  • লবণ মালিকদের নিয়ে অর্ধবাষিক পর্যালোচনা সভা
  • সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আহত ৩০
  •  সোনারগাঁয়ে দু’পক্ষের সংঘর্ষ, ৫ নারী আহত
  • আর কোন ফ্যাসিবাদ বাংলার জনগণ দেখতে চায় না : মাও. দেলোয়ার  
  • ফরিদপুরে ২ শিক্ষার্থীর স্বর্ণ পদক জয়
  • গোদনাইল প্রিমিয়ার লীগ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
  • সিরাজদিখান থানায় হামলা, ৪ গাড়ি ভাঙচুর
  • তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, কামড়ে ছিঁড়ে নেওয়া হলো যুবকের কান