এজেন্সির অবহেলায় কেউ পবিত্র হজ করতে না পারলে ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা
Published: 10th, February 2025 GMT
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজযাত্রী পবিত্র হজ করতে না পারলে সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। আর এ জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
লিখিত বক্তব্যে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, বেসরকারি এজেন্সিগুলোও তাদের অধীন নিবন্ধিত হজযাত্রীদের জন্য সৌদি সরকারের গাইডলাইন অনুসারে কাজ করে যাচ্ছে। অনেকের কার্যক্রম বেশ সন্তোষজনক, আবার অনেকে ধীরগতিতে চলছে। সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী কোম্পানির সঙ্গে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে গতকাল রোববারও বার্তা পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, চুক্তি সম্পাদনের গতি খুবই শ্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ডেডলাইন ১৪ ফেব্রুয়ারি এবং এটি কোনোভাবেই বাড়ানো হবে না।
উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, হজ সার্ভিস কোম্পানির সঙ্গে ১৪ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করার বিষয়টি গত বছরের ২৩ অক্টোবর সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে জানানো হয়। পরে আরও কয়েকবার পত্র দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। সে অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জানানো হয়েছে। গতকালই এজেন্সিকে তাগিদপত্র দেওয়া হয়েছে। আজ সকালেও সংশ্লিষ্ট এজেন্সির মালিক বা পরিচালকদের সঙ্গে সভা হয়েছে।
এজেন্সিগুলোর প্রতি অনুরোধ জানিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, তারা যেন সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যেই মিনায় ও আরাফায় তাঁবু ও ক্যাটারিংয়ের জন্য সার্ভিস কোম্পানি, বাড়ি বা হোটেল কর্তৃপক্ষ, পরিবহন কোম্পানি এবং ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সেবাদানকারী কোম্পানির সঙ্গে চুক্তিগুলো সম্পাদন করে। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এ দায় কোনোভাবেই সৌদি সরকার কিংবা ধর্মবিষয়ক মন্ত্রণালয় বহন করবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য নির্ধারিত কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তার মধ্যে এবার নিবন্ধিত মোট হজযাত্রী ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
বেসরকারি হজ এজেন্সিগুলোর চুক্তির বিষয়ে ধীরগতি নিয়ে করা প্রশ্নের জবাবে যুগ্ম সচিব (হজ অনুবিভাগ) মো.
হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের বিষয়ে চুক্তির কাজ হয়েছে উল্লেখ করেন মঞ্জুরুল হক জানান, বেসরকারি ৮১ হাজার ৯০০ জনের মধ্যে ৪৫ হাজারের চুক্তিগুলো নিশ্চিত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আ ফ ম খ ল দ হ স ন বল ন ১৪ ফ ব র য় র র উপদ ষ ট ব সরক র হজয ত র ব যবস থ র জন য
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব