সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা পেল ২ হাজার ৯৪ যৌনকর্মী
Published: 10th, July 2025 GMT
দুই হাজার ৯৪ জন যৌনকর্মীর প্রত্যেকে ১০ হাজার টাকা করে সরকারি সহায়তা পেয়েছেন। তাদের জন্য মোট দুই কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। ১ জুন এ বরাদ্দের চেক যৌনকর্মীদের সংগঠন ‘সংহতি’র সভাপ্রধান ও নারীপক্ষের প্রতিনিধির হাতে তুলে দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংহতির সভাপতি ও নারীপক্ষের সদস্য মাহবুবা মাহমুদ লীনা এ তথ্য জানান।
জানা গেছে, যৌনকর্মীদের মানবাধিকার রক্ষায় কাজ করে এমন বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘সংহতি’র আবেদনের পরিপ্রেক্ষিতে এ বরাদ্দ দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট যৌনকর্মীদের একটি দল ‘সংহতি’র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যৌনকর্মীদের নামে ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া শুরু হয়।
মঙ্গলবার নারীপক্ষ ও ‘সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক’-এর নেতাদের উপস্থিতিতে সংহতির সচিবালয়ে এই সরকারি সহায়তার চেক বিতরণ কার্যক্রম শুরু হয়। বর্তমানে ব্যাংক হিসাব অনুযায়ী ধাপে ধাপে বিতরণ চলমান রয়েছে।
এই সহায়তার বিষয়ে সংহতি ও নারীপক্ষ যৌনকর্মীদের প্রতি রাষ্ট্রের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা জানিয়েছে। সংহতির পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তা কেবল আর্থিক নয়, এটি যৌনকর্মীদের অধিকার ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিবৃতিতে মাহবুবা মাহমুদ লীনা বলেন, যৌনকর্মীদের নিয়ে প্রতিটি দায়িত্বশীল উদ্যোগই সমাজে একটি ইতিবাচক বার্তা দেয়। আমরা বিশ্বাস করি- রাষ্ট্র, সিভিল সোসাইটি ও মিডিয়ার সমন্বিত প্রচেষ্টায় যৌনকর্মীদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষা সম্ভব।
উৎস: Samakal
কীওয়ার্ড: য নকর ম য নকর ম দ র
এছাড়াও পড়ুন:
দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে দুর্ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
রংপুরের ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে প্রাণ গেল ২ জনের
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির জানান, রংপুর থেকে ছেড়ে আসা বাসাটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। চম্পাবতী বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি যাচ্ছিল সৈয়দপুরের দিকে। ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে পৌঁছালে বাসটি ভ্যানকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে দুইজন নিহত হন।
তিনি জানান, কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা/মোসলেম/মাসুদ