৭ ম্যাচে ৩ গোল, ৩ অ্যাসিস্ট ও ৪ ম্যাচসেরা, নেইমার বললেন, স্বপ্নটা ভাঙাবেন না
Published: 3rd, March 2025 GMT
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। এমনকি আল হিলালে যোগ দেওয়ার পর দলটির হয়ে দেড় বছরে খেলতে পেরেছিলেন মাত্র ৭ ম্যাচ। শেষ পর্যন্ত আল হিলাল তাঁকে ছেড়ে দিলে নেইমার ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে
ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে মাঠে নেমে এক মাসের মধ্যে ৭ ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর।
যার মধ্যে ৬টিতে তিনি একাদশে থেকে শুরু করেন, অন্যটিতে নামেন বদলি
একাদশে থাকা ৬ ম্যাচের ৪টিতেই আবার ম্যাচসেরাও হয়েছেন নেইমার। যার সর্বশেষ ম্যাচটি ছিল আজ সকালে ব্রাগান্তিনোর বিপক্ষে। ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে সান্তোস জিতেছে ২–০ গোলে। দলের হয়ে প্রথম গোল করেন নেইমার। অন্য গোলটি জোয়াও শামিথের।
আরও পড়ুন৫০০ দিন পর পুরো ৯০ মিনিট খেলে নেইমারের অবিশ্বাস্য অলিম্পিক গোল২৪ ফেব্রুয়ারি ২০২৫ভিলা বেলমিরোতে নেইমার সান্তোসকে এগিয়ে দেন ম্যাচের ৯ মিনিটে। আগের ম্যাচে কর্নার থেকে সরাসরি অলিম্পিক গোল করা নেইমার এবারের গোলটি করেছেন সরাসরি ফ্রি–কিক থেকে। ডান প্রান্তে প্রতিপক্ষ বক্সের বাইরে ফ্রি–কিক পায় সান্তোস। আর স্পট কিক থেকে সরাসরি গোল করেন ব্রাজিলিয়ান তারকা। এটি সান্তোসের হয়ে নেইমারের টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় গোল। এ ছাড়া আরও তিন গোলে সহায়তাও করেছেন তিনি।
লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের কাছে এমন দুর্দান্তভাবে ফেরাটা স্বপ্নের মতোই মনে হচ্ছে। আজ ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের একাধিক ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।’
নেইমার এই স্বপ্নের ঘোরে কত দিন থাকতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
র্যাংকিংয়ে মিরাজ-জাকেরদের অগ্রগতি
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করলেও এখনও টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ ২০-এ জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। তবে দলগতভাবে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। ব্যাটিংয়ে উন্নতি করেছেন জাকের আলী, শান্ত ও মুমিনুল, বোলিংয়ে বড় ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের হয়ে সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ ছিলেন দুর্দান্ত ফর্মে। ব্যাটে সেঞ্চুরির পাশাপাশি দুই ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়ে ৪ ধাপ এগিয়ে এখন তিনি বোলিং র্যাংকিংয়ে ২৬তম স্থানে। অলরাউন্ডার র্যাংকিংয়ে তিনি এখন আছেন তিন নম্বরে।
ব্যাটিংয়ে ব্যক্তিগত উন্নতি হয়েছে জাকের আলী, শান্ত ও মুমিনুল হকের। দুটি ইনিংসে ৫৬ ও ৪৭ রান করে মুমিনুল এগিয়েছেন ৫ ধাপ, এখন অবস্থান ৪৮তম। জাকের আলী এগিয়েছেন ১০ ধাপ, অবস্থান ৫০তম। শান্ত ৪ ধাপ এগিয়ে উঠেছেন ৫৩তম স্থানে।
অন্যদিকে সিরিজে অসাধারণ পারফর্ম করে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি উঠে এসেছেন র্যাংকিংয়ের সেরা ১৫ বোলারের তালিকায়। প্রয়াত হিথ স্ট্রিকের পর তিনিই প্রথম জিম্বাবুইয়ান বোলার হিসেবে টেস্ট রেটিংয়ে ছুঁয়েছেন ৭০০ পয়েন্টের মাইলফলক। বাংলাদেশ সফরেই তার এই অর্জন। অন্যদিকে জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট দুই ইনিংসে ৫৭ ও ৫৪ রান করে প্রথমবারের মতো ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ ১০০-র মধ্যে ঢুকেছেন।
বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে এখনও তালিকায় আছেন লিটন দাস, যদিও সিরিজে না থাকায় তিনি এক ধাপ পিছিয়ে যৌথভাবে এখন ৩৭তম। ফর্মহীনতায় ভোগা মুশফিকুর রহিম নেমে গেছেন ৪০তম স্থানে। বোলিং র্যাংকিংয়ে মিরাজের আগেই আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যার অবস্থান ২৩তম। এছাড়া সাকিব আল হাসান এখনো শীর্ষ ৫০-এ আছেন, তাসকিন আহমেদ রয়েছেন ৫১ নম্বরে।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান, যিনি দীর্ঘদিন ধরেই এই তালিকার নিয়মিত মুখ।