মহান মে দিবসে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে আরণ্যকের আলোচিত নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
প্রতিবছরের মতো ১ মে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ও সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মে দিবস পালন করবে আরণ্যক। সকাল ১০টায় শহীদ মিনারে আরণ্যকের সদস্যদের সম্মিলিত কণ্ঠে আন্তর্জাতিক সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।
এরপর আলোচকদের আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটকের অভিনয় হবে। দুটি পথনাটক পরিবেশন করা হবে। আরণ্যক নাট্যদল অভিনয় করবে পথনাটক ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ। আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল থিয়েটার অভিনয় করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। নাটকটি রচনা করেছেন খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক।
এবারের মে দিবসের আলোচক নাট্যকার, অধ্যাপক রতন সিদ্দিকী। আরও আলোচনা করবেন আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ। প্রতিবছরই মে দিবস সামনে রেখে আরণ্যক ‘মে দিবসের কাগজ’ প্রকাশ করে। এবারও ‘মে দিবসের কাগজ’–এর নতুন সংখ্যা প্রকাশিত হবে।
স্বাধীনতাত্তোর নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রেখে আসছে আরণ্যক নাট্যদল। ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’—এই ভাবনা সামনে রেখে ১৯৮১ সাল থেকে নিয়মিত মহান মে দিবস পালন করে আসছে আরণ্যক।
ওরা কাজ করে নগরে বন্দরে
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের উদ্যোগে আজ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন উন্মুক্ত মঞ্চে শুরু হবে ‘ওরা কাজ করে নগরে বন্দরে’ শীর্ষক অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমান; আলোচনায় অংশগ্রহণ করবেন সংগঠনের সহসভাপতি গণসংগীতশিল্পী ফকির সিরাজ ও সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। অনুষ্ঠানে থাকবে একক ও দলীয় গান, আবৃত্তি।
উদীচীর আয়োজন
মে দিবস উপলক্ষে এবার রাজধানীজুড়ে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বিভিন্ন স্থানে শ্রমিক অঞ্চলে এসব কর্মসূচি থেকে মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রামে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে।
আজ বেলা তিনটায় মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে সেনপাড়া ভিশন মোড় পর্যন্ত লাল পতাকা মিছিলে অংশ নেবে উদীচী কেন্দ্রীয় সংসদ। পরে বিকেল চারটায় সেনপাড়া পর্বতার ভিশন মোড়ে আয়োজিত হবে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া গেন্ডারিয়ায় উদীচীর উদ্যোগে হবে গণসংগীত ও শোভাযাত্রা এবং বাড্ডায় ট্রাকে করে বিভিন্ন পয়েন্টে গণসংগীত পরিবেশন করবেন উদীচীর শিল্পীরা।
আরও পড়ুননাট্যকর্মীদের মে দিবস পালন০১ মে ২০১৩.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন গণস গ ত র আল চ করব ন
এছাড়াও পড়ুন:
ডাকসুর বিবৃতি: বিএনপি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে
জুলাই সনদে সই করলেও বিএনপি ধারাবাহিকভাবে সংস্কার কার্যকর করার বিরোধিতা করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এমন বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রোববার বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লব ছিল বৈষম্য, অবিচার ও ফ্যাসিবাদী শাসনকাঠামোর বিরুদ্ধে এ দেশের সর্বস্তরের ছাত্র-জনতার সম্মিলিত বিপ্লব। শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কার, ক্ষমতার অপব্যবহার রোধ ও একটি বৈষম্যহীন-ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ছিল বিপ্লবের মূল ভিত্তি। নতুন প্রজন্ম চেয়েছিল এমন একটি বাংলাদেশ, যেখানে কোনো প্রকার বৈষম্য ও রাজনৈতিক একচেটিয়া কর্তৃত্বের জায়গা থাকবে না। কিন্তু দুঃখজনকভাবে জুলাই সনদে সই করলেও বিএনপি ধারাবাহিকভাবে সংস্কার কার্যকর করার বিরোধিতা করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
ডাকসুর বিবৃতিতে আরও বলা হয়, বিশেষত বিএনপি এমন সব মৌলিক সংস্কারের বিরোধিতা করেছে, যা সরাসরি ছাত্র-জনতার স্বপ্নের সঙ্গে জড়িত। পিএসসি, দুদক, ন্যায়পাল ও মহাহিসাব নিরীক্ষকের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে স্বচ্ছ ও দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করার সংস্কার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়। কোনো রাজনৈতিক দলের বিরোধিতা বা প্রাতিষ্ঠানিক প্রভাব রাষ্ট্রগঠনমূলক সংস্কারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ছাত্র-জনতা সেই বাধা অতিক্রমে দৃঢ়ভাবে অবস্থান নেবে।