ধোনি কি অবসর নেবেন, গিলক্রিস্ট–পোলকরা যা বলছেন
Published: 1st, May 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। আইপিএলে গতকাল পাঞ্জাব কিংসের কাছে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে হারের পর ছবিটি তোলা হয়েছে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মাঠের এক কোণে চেন্নাইয়ের মালিকপক্ষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তখন ছবিটি তোলা হয়।
পাঞ্জাবের কাছে হেরে চেন্নাই আইপিএলের প্লে–অফে ওঠার দৌড় থেকে ছিটকে পড়ার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করে বলছেন, চিদাম্বরমে এটাই হয়তো ধোনির শেষ ম্যাচ।
আরও পড়ুনসূর্যবংশীর প্রসঙ্গ উঠতেই বোল্ট বললেন, ‘আমি গেইল, ডি ভিলিয়ার্সকেও বল করেছি’৪২ মিনিট আগেযদিও টসের সময় নিজের অবসর নিয়ে কিছুই পরিষ্কার করে বলেননি ধোনি। ধারাভাষ্যকার ড্যানি মরিসন তাঁর কাছে জানতে চেয়েছিলেন, চেন্নাইয়ের হয়ে আগামী মৌসুমে তিনি খেলবেন কি না? ধোনির মজার উত্তর, ‘পরের ম্যাচে আসব কি না আমি জানি না।’
প্লে–অফে ওঠার দৌড় থেকে ছিটকে পড়লেও এবার ঘরের মাঠে আরও একটি ম্যাচ খেলবে চেন্নাই। ১২ মে চিদাম্বরমে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। কিন্তু আগামী মৌসুম? ২০২৬ আইপিএলের সময় ধোনি ৪৫–এ পা রাখবেন। তত দিন পর্যন্ত কি তিনি খেলবেন? উত্তর ধোনি ছাড়া কেউ জানেন না।
এবারের আইপিএল শুরুর আগে অবসর প্রসঙ্গে ধোনি বলেছিলেন, ‘যে কয় বছর বাকি আছে, যতটুকু খেলতে পারি, আমি ক্রিকেটটা উপভোগ করতে চাই।’ তখন ধোনি এই ইঙ্গিতও দিয়েছিলেন, ২০২৬ আইপিএলে খেলা না–খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁর হাতে আরও ১০ মাস সময় আছে।
আরও পড়ুন২০২৫ সালের মিরাজে যেভাবে ফিরল ১৯৮৪৭ ঘণ্টা আগেকিন্তু চেন্নাই প্লে–অফে উঠতে ব্যর্থ হওয়ার পর বেশির ভাগ সাবেক ক্রিকেটারের চাওয়া ধোনির এবার অবসর নেওয়াই ভালো। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে যেমন বলেছেন, ‘তার আর কিছুই অর্জনের বাকি নেই। ব্যাপারটা নির্ভর করছে, সে কী চায় তার ওপর। ফ্র্যাঞ্চাইজিটিতে তার যে লিগ্যাসি ও প্রভাব, সেটার ওপর নির্ভর করে তাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটা কি পাল্টাবে? মালিকপক্ষ কি তার সঙ্গে কথা বলবে? আমরা জানি না। আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে অনুমান করার চেষ্টা করছি। তবে আগামী বছর তাকে এখানে (আইপিএল) দেখলে খুব বিস্মিত হব।’
ক্রিকজবাজের অনুষ্ঠানে একই প্যানেলে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। ধোনিকে নিয়ে তাঁর ভাষ্য, ‘তার কারও কাছে কোনো কিছু প্রমাণের নেই। সে সবকিছুই জিতেছে। সে–ই জানে কী করতে চায়। আমি বলছি ভবিষ্যতের কথা। তার সম্ভাবত আগামী বছর সেখানে (আইপিএল) থাকার প্রয়োজন নেই। এমএস, আমি তোমাকে ভালোবাসি। একজন চ্যাম্পিয়ন। একজন আইকন।’
ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ধোনিকে নিয়ে লিখেছেন, ‘এটাই কি ধোনির শেষ মৌসুম? সিএসকের মৌসুম যেভাবে কাটছে, পরিবর্তনের এটাই কি (সঠিক) সময়?’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
হঠাৎ মনে হতে পারে, কথাবার্তায় লোকটা এখন তো বেশ সাদামাটা। তা-ই কি?
মোটেও না। চেনা সেই ক্যারিশমা যে চলে যায়নি, সেটা বোঝা গেল ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারে উসাইন বোল্ট যখন সোজা বলে দিলেন, কেন তাঁর রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি। মনে হবে, এই তো সেই বোল্ট। আবার একটু ধাক্কাও লাগবে পরের কথাগুলো শুনলে। একসময়ের সুপারম্যান এখন তাহলে এমন আটপৌরে জীবন কাটাচ্ছেন! যে জীবনে নাকি সিঁড়ি ভেঙে ওঠার সময় তাঁর দম ফুরিয়ে আসে! অথচ এই লোকটাই একসময় ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৮ সেকেন্ডে।
আরও পড়ুনআকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিসের আবারও বিশ্ব রেকর্ড১৫ সেপ্টেম্বর ২০২৫টেলিগ্রাফের সঙ্গে সাক্ষাৎকারটা বোল্ট দিয়েছেন টোকিওতে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দেখতে গেছেন সেখানে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১৭ সালে অবসরের পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসর দেখতে গেলেন আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন। জাপানি দর্শকেরা অবশ্য তাঁকে দেখে ঠিকই উল্লাসে ফেটে পড়েছে। তবে বোল্ট এখন বদলে গেছেন অনেকটাই। জ্যামাইকায় এখন তাঁর ঘরোয়া জীবনটা আলোয় থাকার সময়ের সেই জীবনের সঙ্গে একেবারেই মেলে না।
অবসর নেওয়ার পর এই প্রথম অ্যাথলেটিকসের কোনো বড় আসরে এলেন বোল্ট। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে