পরিবার বলছে পরিকল্পিত হত্যা, মামলা নেয়নি পুলিশ
Published: 1st, May 2025 GMT
গাজীপুর মহানগরের হায়দরাবাদ তাল গাছিয়ারটেক এলাকায় গাছে বেঁধে নির্যাতনের শিকার এক ইমাম কারাগারে মারা গেছেন। পরিবারের অভিযোগ, তাঁকে অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা নেয়নি পুলিশ। মারা যাওয়া মাওলানা রইস উদ্দিন ওই এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।
গত রোববার সকালে মসজিদ থেকে রইস উদ্দিনকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে গলায় পরিয়ে দেওয়া হয় জুতার মালা। এরপর তাঁর ওপর চলতে থাকে নির্মম নির্যাতন। একদল ব্যক্তি অনেক মানুষের সামনে তাঁকে বেদম পিটিয়ে পুলিশে খবর দেয়। নির্যাতনকারীদের অভিযোগ, রইস উদ্দিন শিশু-কিশোরদের ডেকে নিয়ে ধর্ষণ করতেন।
পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আদালতের নির্দেশে তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। ওই রাতেই কারাগারে মারা যান রইস উদ্দিন।
গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের বলেন, রইসকে কারাগারে গ্রহণ করার সময় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপত্র তাঁর সঙ্গে ছিল। রাতে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
তবে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, রইস উদ্দিনকে একটি পক্ষ পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরিবার বলছে, রইসের বয়ান মসজিদের এক পক্ষ পছন্দ করত না। দীর্ঘদিন ধরেই তারা বিরোধ সৃষ্টি করে রেখেছিল। এই বিরোধ থেকেই নাটক সাজিয়ে এক কিশোরের মাধ্যমে তাকে ফাঁসানো হয়।
রইস উদ্দিন চাঁদপুরের মতলব থানার মৃত বাদশা মিয়ার ছেলে। গাজীপুর মহানগরের ঝাজর এলাকায় জমি কিনে পরিবার নিয়ে বসবাস করতেন।
ঘটনার পরদিন নিহত ইমামের স্ত্রী মাজেদা আক্তার বাদী হয়ে পূবাইল থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে একটি এজাহার জমা দেন।
এজাহারে তিনি লিখেছেন, তাঁর স্বামী নিয়মিত জুমার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজের আগে কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান দিতেন। তবে হায়দরাবাদ এলাকায় দুইটি পক্ষ ছিল। এক পক্ষ তাঁর বয়ান পছন্দ করত, অপর পক্ষ হিংসা করত এবং তাঁকে মসজিদ থেকে বিতাড়িত করতে চাইত। পরে নাটক সাজিয়ে তাঁকে গাছে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি পরিবারকে না জানিয়ে চার ঘণ্টা পর পুলিশে খবর দেয় নির্যাতনকারীরা। অতিরিক্ত মারধরের কারণে কারাগারে নেওয়ার পর রাতেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনও মামলা রেকর্ড হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। তারা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর মহানগরের পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, মাওলানা রইস উদ্দিনের স্ত্রী বাদী হয়ে এজাহার দিয়েছেন। তবে তারা একটি সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্ত করছেন। মামলা রেকর্ড হয়নি।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার গাজীপুর শহরে বিক্ষোভ সমাবেশ করে আহলে সুন্নাত ওয়াল জামা’আত। এতে নেতৃত্ব দেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত্ব তাহেরী। তিনি বলেন, মতাদর্শিক ভিন্নতার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রইস উদ্দিনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা