১.

বাংলাদেশের কয়টি স্থান ‘Ramsar Siites’–এর অন্তর্ভুক্ত?

ক. ২ টি

খ. ৩ টি

গ. ৪ টি

ঘ. ৫ টি

উত্তর: খ. ৩ টি

২.

ঢাকার বাইরে প্রথম মালবাহী বা কার্গো ফ্লাইট পরিচালনাকারী বিমানবন্দর—

ক. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট

খ. শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম

গ. শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী

ঘ. সৈয়দপুর বিমানবন্দর

উত্তর: ক.

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট

৩.

বাজারে প্রচলিত সারের তুলনায় প্রায় ৮২ শতাংশ পর্যন্ত ব্যয় সাশ্রয়ী ন্যানো ইউরিয়া উদ্ভাবন করেছেন—

ক. ড. ফ্রেডেরিক কেন্ডিরগি

খ. ড. হ্যারিসন ইউন

গ. ড. আবুল ফজল আখতারুজ্জামান

ঘ. ড. জাভেদ হোসেন খান

উত্তর: ঘ. ড. জাভেদ হোসেন খান

আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৩ ঘণ্টা আগে

৪.

জনপ্রিয় ই-কমার্স কোম্পানি পেপ্যাল (PayPal) কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল?

ক. যুক্তরাষ্ট্র

খ. জার্মানি

গ. ডেনমার্ক

ঘ. সুইডেন

উত্তর : ক. যুক্তরাষ্ট্র

৫.

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘সিন্ধু পানি চুক্তি’তে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে কোন আন্তর্জাতিক সংস্থা?

ক. জাতিসংঘ

খ. বিশ্বব্যাংক

গ. খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

ঘ. আন্তর্জাতিক আদালত

উত্তর: খ. বিশ্বব্যাংক

৬.

‘জন্মই আমার আজন্ম পাপ’—উক্তিটি কার?

ক. দাউদ হায়দার

খ. সৈয়দ শামসুল হক

গ. রফিক আজাদ

ঘ. হুমায়ুন আজাদ

উত্তর: ক. দাউদ হায়দার

৭.

বর্তমানে এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

ক. সপ্তম

খ. নবম

গ. দশম

ঘ. দ্বাদশ

উত্তর: খ. নবম

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫

৮.

১৯৯১ সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে মার্কিন সামরিক বাহিনীর ত্রাণ অভিযান কী নামে পরিচিত?

ক. অপারেশন ওমেগা

খ. ওভারল্যান্ড রিলিফ অপারেশন

গ. অপারেশন রিস্টোর হোপ

ঘ. অপারেশন সি অ্যাঞ্জেল

উত্তর: ঘ. অপারেশন সি অ্যাঞ্জেল

৯.

বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. জাপান

ঘ. চীন

উত্তর: গ. জাপান

১০.

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এক ঠিকানায় সব নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে কোন নতুন সেবা আউটলেট চালু করা হচ্ছে?

ক. নাগরিক সেবা বাংলাদেশ

খ. জনসেবা কেন্দ্র

গ. সরকারি হেল্প সেন্টার

ঘ. ডিজিটাল সার্ভিস হাব

উত্তর: ক. নাগরিক সেবা বাংলাদেশ (সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’)

১১.

সম্প্রতি অনুষ্ঠিত কানাডার সাধারণ নির্বাচনে বিজয়ী দল—

ক. লিবারেল পার্টি

খ. কনজার্ভেটিভ পার্টি

গ. নিউ ডেমোক্রেটিক পার্টি

ঘ. গ্রীন পার্টি

উত্তর: ক. লিবারেল পার্টি (টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে)

আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি২৪ এপ্রিল ২০২৫

১২.

বিখ্যাত হে মার্কেট ট্র্যাজেডি কত সালে সংঘটিত হয়, যা পরবর্তী সময়ে মে দিবসের ভিত্তি স্থাপন করে?

ক. ১৮৫৮ সালে

খ. ১৮৮৬ সালে

গ. ১৮৯৬ সালে

ঘ. ১৯৩৪ সালে

উত্তর: খ. ১৮৮৬ সালে

১৩.

১৮৮৬ সালের মে দিবসের শ্রমিক আন্দোলনের প্রধান দাবি কী ছিল?

ক. বেতন বৃদ্ধি

খ. কর্মঘণ্টা হ্রাস

গ. ট্রেড ইউনিয়নের স্বীকৃতি

ঘ. শ্রমিকদের জন্য উন্নত আবাসন

উত্তর: খ. কর্মঘণ্টা হ্রাস

১৪.

বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতির তালিকায় বাংলাদেশ টানা দুই বছর ধরে শ্রেণিতে রয়েছে?

ক. বেগুনি

খ. হলুদ

গ. লাল

ঘ. সবুজ

উত্তর: গ. লাল

১৫.

পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন?

ক. ১২৩তম

খ. ১৯৪তম

গ. ২২৪তম

ঘ. ২৬৬তম

উত্তর : ঘ. ২৬৬তম

আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের সময় বৃদ্ধি, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন২ ঘণ্টা আগে

১৬.

সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫৬০ ফুট গভীরে চীনের প্রস্তাবিত ‘ডিপ সি স্পেস স্টেশন’টি কোথায় নির্মিত হবে?

ক. পীত সাগর (Yellow Sea)

খ. পূর্ব চীন সাগর (East China Sea)

গ. দক্ষিণ চীন সাগর (South China Sea)

ঘ. বোহাই সাগর (Bohai Sea)

উত্তর : গ. দক্ষিণ চীন সাগর (South China Sea)

১৭.

অমীমাংসিত ভূখণ্ড ‘কালাপানি’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

ক. নেপাল, চীন

খ. নেপাল, ভারত

গ. ভারত, চীন

ঘ. ভারত, পাকিস্তান

উত্তর: খ. নেপাল, ভারত

১৮.

‘পুটুনির দ্বীপ’ কোথায় অবস্থিত?

ক. টেকনাফের দক্ষিণে

খ. সুন্দরবনের দক্ষিণে

গ. পদ্মা নদীর মোহনায়

ঘ. পটুয়াখালী জেলায়

উত্তর: খ. সুন্দরবনের দক্ষিণে

১৯.

প্রতিবছর বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়—

ক. ১২ এপ্রিল

খ. ২৩ এপ্রিল

গ. ২৫ এপ্রিল

ঘ. ৩০ এপ্রিল

উত্তর: গ. ২৫ এপ্রিল

২০.

‘চেরনোবিল’ শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত?

ক. রাশিয়া

খ. বেলারুশ

গ. সার্বিয়া

ঘ. ইউক্রেন

উত্তর: ঘ. ইউক্রেন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ